Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Sourav Ganguly

১৭ বছর পরও সহবাগের ত্রিশতরানের প্রশংসায় সৌরভ

২০০৪ সালের আজকের দিনে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ত্রিশতরান করেছিলেন বীরেন্দ্র সহবাগ।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র সহবাগ

সৌরভ গঙ্গোপাধ্যায় ও বীরেন্দ্র সহবাগ ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০২১ ১৮:০০
Share: Save:

২০০৪ সালের আজকের দিনে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ত্রিশতরান করেছিলেন বীরেন্দ্র সহবাগ। এর ঠিক চার বছর পর ২৯ মার্চই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ৩০০ রান করেন বীরু। প্রথম ত্রিশতরানের ১৭ বছর পর সেই দিনের ঘটনা নিয়ে সোমবার টুইট করেন সহবাগ। সেই টুইটের উত্তর দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি লেখেন, ‘আমি তোমার সাথে খেলতে পেরে ধন্য ও সম্মানিত। ২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে সেই ইনিংস ছাড়াও বেশ কিছু উত্তেজনাকর ইনিংস তুমি খেলেছ।’

টুইটারে সোমবার প্রথম ত্রিশতরান করার ছবি পোস্ট করে সহবাগ লেখেন, “২৯ মার্চ আমার কাছে বাড়তি মাত্রা বহন করে। ভারতের হয়ে টেস্টে দুবার ত্রিশতরান করতে পেরেছি। এর জন্য গর্বিত। আজকের দিনে ২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ত্রিশতরান করেছিলাম। এর ঠিক চার বছর পর একই দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ত্রিশতরান আমার ব্যাট থেকে এসেছিল। দারুণ অনুভূতি হচ্ছে।”

২০০৪ সালে পাকিস্তানের মুলতানে এই নজির গড়ার পর দ্বিতীয়বার চিপকে ত্রিশতরান করেন সহবাগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sourav Ganguly Virender Sehwag
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE