রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য নিয়ে এ বার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়ে দিলেন, ইমরান যা বলেছেন, তা আবর্জনা ছাড়া কিছু নয়।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় প্রাক্তন পাকিস্তান অধিনায়ক জানিয়েছিলেন, যদি দু’দেশের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়, তা হলে অনেক কিছুই ঘটে যেতে পারে। ইমরান মূলত পরমাণু যুদ্ধেরই ইঙ্গিত দিয়েছিলেন তাঁর বক্তব্যে। বলেছিলেন, স্বাধীনতা রক্ষার জন্য সর্বাত্মক লড়াই করবে পাকিস্তান।
ইমরানের সেই বক্তব্যের একটি ভিডিয়ো সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে পোস্ট করেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সহবাগ। তিনি টুইট করেন, ইমরান যে-ধরনের বক্তব্য পেশ করেছেন, তাতে সকলের কাছে ছোট করেছেন নিজেকেই। তাঁর দলের অন্যতম সেরা তারকার টুইটারে সেই ভিডিয়ো দেখে মুখ খোলেন সহবাগের প্রাক্তন অধিনায়কও। সৌরভ টুইট করেন, ‘‘রাষ্ট্রপুঞ্জে ইমরানের বক্তব্যের ভিডিয়োটা আমি দেখেছি, বীরু। আবর্জনা ছাড়া কিছু নয়। যে-ইমরানকে ক্রিকেট-বিশ্ব চিনত, এই ব্যক্তি তিনি নন। ওঁর বক্তব্য ছিল দুর্বল এবং হাস্যকর।’’ সৌরভ আরও লিখেছেন, ‘‘যে-পৃথিবী শান্তি চায়, সেখানে এ বক্তব্য একেবারেই অর্থহীন। পাকিস্তানের মতো দেশ, যেখানে শান্তির সব চেয়ে বেশি প্রয়োজন, সেই দেশের নেতার মুখে এই বক্তব্য কল্পনাও করা যায় না।’’