Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সৌরভের চুপ থাকা উচিত ছিল: বেদী

সৌরভ-শাস্ত্রী দ্বৈরথে এবার মুখ খুললেন বিষেন সিংহ বেদী। সৌরভ গঙ্গোপাধ্যায়কে এক হাত নিয়ে তাঁর মত, শাস্ত্রী যাই বলুন না কেন সৌরভের নাকি চুপ থাকা উচিত ছিল। তিনি বলেন, ‘‘দেখুন রবি বলেছে কারণ ও হতাশ ছিল। এটা খুব স্বাভাবিক। আমি বুঝতে পারছি কোচ না হতে পেরেই ওর এই হতাশা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ২০:৫১
Share: Save:

সৌরভ-শাস্ত্রী দ্বৈরথে এবার মুখ খুললেন বিষেন সিংহ বেদী। সৌরভ গঙ্গোপাধ্যায়কে এক হাত নিয়ে তাঁর মত, শাস্ত্রী যাই বলুন না কেন সৌরভের নাকি চুপ থাকা উচিত ছিল। তিনি বলেন, ‘‘দেখুন রবি বলেছে কারণ ও হতাশ ছিল। এটা খুব স্বাভাবিক। আমি বুঝতে পারছি কোচ না হতে পেরেই ওর এই হতাশা। কিন্তু এখানে সৌরভের পাল্টা মন্তব্যের কোনও দরকার ছিল না। ওর মাথা ঠান্ডা রাখা উচিত ছিল।’’ সৌরভের সঙ্গেই মিডিয়াকেও একহাত নিয়েছেন তিনি। বলেন, ‘‘মিডিয়া একটা বল পেয়ে গিয়েছে।’’

এখানেই থামেননি বেদী। রবি শাস্ত্রীর অভিযোগ ছিল যে তাঁর ইন্টারভিউয়ের সময় উপস্থিত ছিলেন না সৌরভ। কারণ অবশ্য আগেই জানিয়ে দিয়েছিলেন সৌরভ। কারণ সিএবি-র কার্যকরী কমিটির মিটিং ছিল। সেই প্রশ্নেও বেদী দাঁড়িয়েছেন শাস্ত্রীর পাশে। তিনি বলেন, ‘‘এই মিটিংয়ের সময় বদল করা যেতে পারত। ওটা একটা স্থানীয় বিষয় ছিল। যেখানে কোচের ইন্টারভিউটা ছিল আন্তর্জাতিক কাজ। এটা খুবই খারাপ ব্যাপার যেখানেই দুই ভারত অধিনায়ক একে অপরকে দোষারোপ করছে।’’

বেদীর মতে সৌরভ একজন সংগঠক। তাই তাঁকে সমালোচনা হজম করতে হবে। বলেন, ‘‘একজন সংগঠক হিসেবে সৌরভের সমালোচনা নিতে পারতে হবে। যে কোনও সমালোচনায় তুমি পাল্টা দিতে পার না। এটা তোমার কাজেরই অংশ। যাঁরা সংগঠনে থাকেন তাঁরা কখনওই নিজেদের পয়েন্ট প্রমাণ করে না। ওই কমিটিতে আরও তিনজনও ছিলেন। তাই সৌরভের প্রমাণ করার কিছু নেই।’’

আরও খবর

রবি শাস্ত্রীকে এ বার তুলোধনা করলেন গম্ভীর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bishen Singh Bedi Sourav Ganguly Ravi Shastri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE