মোহালির টেস্ট যে তিন দিনে শেষ হয়ে গেল, তাতে অবাক হওয়ার কিছু নেই। ওখানে কোনও পিচে এত টার্ন আমি দেখিনি। ও রকম পিচে তৃতীয় দিন ভারতীয় স্পিনারদের খেলা খুব, খুব কঠিন। টস জিতে ভারত নিশ্চয়ই নিজেদের ভাগ্যবান মনে করছে। কারণ চতুর্থ ইনিংসে ব্যাট করা ওদের জন্যেও খুব সহজ হত না। এ রকম পিচে ব্যাটসম্যান হিসেবে কখনওই সেট হওয়া যায় না। প্রত্যেক দু’ওভারেই একটা করে আনপ্লেয়েবল ডেলিভারির মোকাবিলা করতে হয়।
আমার মতে মোহালিতে সবচেয়ে বিপজ্জনক ছিল রবীন্দ্র জাডেজা। ওই সারফেসে যত জোরে বল আসবে, ব্যাটসম্যান মানিয়ে নেওয়ার তত কম সময় পাবে। হাসিম আমলা বা অন্য কয়েক জনকে করা ওর বলগুলো খেলা সম্ভব ছিল না।
ওই পিচে ভারতের কম্বিনেশনটা একদম ঠিক ছিল। ওরা পাঁচ বোলার খেলিয়ে যাচ্ছে আর এখন পর্যন্ত সেটা কাজেও দিচ্ছে। জাডেজা রান করায় ভারসাম্যটাও বাড়ল। ও ধারাবাহিক রান করলে সেটা টিমের বড় প্রাপ্তি হবে। কিন্তু ওকে নির্বাচকদের কাছে প্রমাণ করতে হবে যে, ভাল পিচেও উইকেট নেওয়ার ক্ষমতা ওর আছে। বেশ কয়েক দিন টিমে ছিল না জাডেজা। আশা করছি ওই বিশ্রামটা ওর কাজে এসেছে, মানসিক ভাবে নিজের খেলাটা গুছিয়ে নিতে।