এক দিকে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ও বিহার। অন্য দিকে রাজস্থান। এরা শনিবার বোর্ডের বিশেষ সাধারণ সভায় ঢুকতে চাইলেও হয়তো ঢুকতে দেওয়া হবে না। যা নিয়ে উত্তপ্ত হয়ে উঠতে পারে বৈঠক। বৈঠকে লোঢা কমিটির সুপারিশ কার্যকর করার প্রশ্নে পূর্ণ সদস্যদের নিয়ে ফের ভোটাভুটি হতে পারে।
এর মধ্যে বোর্ডের জন্য সুখবর, প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরকে আইসিসির ফিনান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটিতে রাখা হল। যে কমিটি শক্তিশালী এবং যেখানে ভারতের প্রতিনিধি না থাকা নিয়ে এত দিন বোর্ডের অভিযোগ ছিল।
সোমবার সুপ্রিম কোর্টে লোঢা বনাম বোর্ড মামলার শুনানি। বোর্ড শীর্ষ কর্তাদের সরিয়ে অ্যাডমিনিস্ট্রেটর বসানোর ইঙ্গিত দিলেও সেই রায় এখনও দেয়নি সুপ্রিম কোর্ট। ১৭ অক্টোবর পর্যন্ত বোর্ডকে সময় দেওয়া হয়েছে নিঃশর্ত মুচলেকা জমার জন্য। সে দিন কী বলা হবে, তা নিয়েও সিদ্ধান্ত হতে পারে আজ, শনিবার।
বৈঠকে উত্তর-পূর্বের রাজ্যগুলো ও বিহারকে যোগ দিতে বারণ করা হয়েছে। যা নিয়ে বিচারপতি রাজেন্দ্র মাল লোঢার কাছে নালিশ জানিয়েছে তারা। ও দিকে রাজস্থান ক্রিকেট সংস্থা এ দিন দাবি করেছে, তাদের উপর বোর্ডের ব্যান আর বহাল নেই। তাই তারাও বৈঠকে যোগ দেবে। নয়াদিল্লির বৈঠকে যদি এরা সবাই যোগ দিতে যায় এবং তাদের ঢুকতে না দেওয়া হয়, তা হলে যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে, এই নিয়ে সন্দেহ নেই।
বৈঠকে বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের হলফনামা নিয়ে আলোচনা হবে বলে শোনা যাচ্ছে। সুপ্রিম কোর্ট তাঁকে সোমবার এই হলফনামা পেশ করতে বলেছে। যাতে তিনি জানাবেন, আইসিসির কাছে লোঢা-সুপারিশে পরোক্ষ আপত্তি জানিয়ে চিঠি চেয়ে পাঠিয়েছিলেন কী না।
অনুরাগের ঘনিষ্ঠমহল থেকে জানা গিয়েছে, প্রস্তাবিত অ্যাপেক্স কাউন্সিলে সিএজি প্রতিনিধি রাখার শর্ত নিয়ে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর উদ্বেগ প্রকাশ করেছিলেন বলেই তাঁর কাছ থেকে চিঠি চাওয়া হয়েছিল, এমন বক্তব্যই থাকবে হলফনামায়।