সিডনির গ্যালারি থেকে যে মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরার উদ্দেশে বাছা বাছা বর্ণবৈষম্যমূলক বিশেষণ উড়ে এসেছিল, তা আরও জোরালো হল। পাওয়া গেল এর সাক্ষী।
তৃতীয় টেস্টে ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক মন্তব্য নিয়ে ইতিমধ্যেই উত্তাল হয়েছে গোটা ক্রিকেট বিশ্ব।সেই ম্যাচেদর্শক আসনে থাকা ভারতীয় দর্শক কৃষ্ণা কুমারী এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন,‘‘সকাল সাড়ে দশটায় কেউ মদ খেয়ে খেলা দেখতে আসবেন, ভাবিনি। মাঠে ঢুকেই প্রকাশের অযোগ্য ভাষায় ভারতীয়দের সম্পর্কে গালিগালাজ করতে থাকেন অজিসমর্থকরা।’’
তিনি আরও বলেন,‘‘ভারত অধিনায়ক অজিঙ্ক রাহানে ব্যাটিং করার সময়ও উড়ে আসতে থাকে একের পর এক কদর্য বিশেষণ।আমি এর আগে কখনও এমন ঘটনার সম্মুখীন হইনি।’’