Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ঈশ্বরের আপন দেশে আজ সাম্বা বনাম তিকি তাকা

ব্রাজিল দলের সঙ্গে বিশ্বের সর্বত্র ঘুরে বেড়ানো এক সাংবাদিক শুক্রবার কোচিতে বলছিলেন, ‘‘পাওলিনহো যদি নিজেকে ধরে রাখতে পারে, তা হলে অল্প দিনের মধ্যেই ওকে সিনিয়র দলে নেমারের পাশে খেলতে দেখা যাবে।’’

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শুভজিৎ মজুমদার
কোচি শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৭ ০৪:১৫
Share: Save:

সাম্বা বনাম তিকিতাকা! পাওলো হেনরিক সাম্পাইও ফিলফো (পাওলিনহো) বনাম আবেল রুইজ ওর্তেগা! কিন্তু বিশ্ব ফুটবলের দুই উদীয়মান তারকার মধ্যে আশ্চর্য মিল। দু’জনেরই আদর্শ নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)!

ব্রাজিল দলের সঙ্গে বিশ্বের সর্বত্র ঘুরে বেড়ানো এক সাংবাদিক শুক্রবার কোচিতে বলছিলেন, ‘‘পাওলিনহো যদি নিজেকে ধরে রাখতে পারে, তা হলে অল্প দিনের মধ্যেই ওকে সিনিয়র দলে নেমারের পাশে খেলতে দেখা যাবে।’’ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে তিন বার চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু টানা চোদ্দো বছর খেতাব অধরা তাদের। স্পেন তিন বার ফাইনাল খেলেও ট্রফি জিততে ব্যর্থ। অথচ ন’বার ইউরোপ সেরা হওয়ার নজির তাদের দখলে।

আজ, শুক্রবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের দুই সেরা শক্তির কাছেই ম্যাচটা যেন ঘুরে দাঁড়ানোর লড়াই। শুক্রবার সকাল দশটায় ছিল স্পেনের অনুশীলন। ব্রাজিল ম্যাচের পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার আতঙ্কে রুদ্ধদ্বার অনুশীলন করালেন স্পেনের কোচ সান্তিয়াগো দিনেয়া স্যাঞ্চেজ। অবশ্য দুশ্চিন্তা হওয়ারই কথা প্রাক্তন আতলেতিকো দে মাদ্রিদ ডিফেন্ডারের। ২০০৩ সালের ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল স্পেনের। বিকেলে সাংবাদিক বৈঠকে সেরা অস্ত্র আবেল-কে পাশে বসিয়ে সান্তিয়াগো বললেন, ‘‘শক্ত গ্রপে আছি আমরা। ব্রাজিল দারুণ শক্তিশালী দল। তবে প্রথম ম্যাচটা জিতলে আত্মবিশ্বাস অনেক বাড়বে।’’

আরও পড়ুন: ভারতের প্রথম ম্যাচ দেখে কী বললেন বিশেষজ্ঞরা? দেখুন ভিডিও

উৎসব: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ তো কী! বড়দের মতো সেলিব্রেশন দেখা যেতে পারে। এ দিন যেমন জেতার পর অভিনব নাচ দেখাল ঘানা। ছবি: পিটিআই।

ব্রাজিল শিবিরে অবশ্য নিষোধাজ্ঞার কড়াকড়ি নেই। বিকেলে কোচির মহারাজা কলেজের মাঠে শুধু ফ্রি-কিক অনুশীলন দেখতে দেওয়া হল না সংবাদমাধ্যমের প্রতিনিধিদের। বাকি অনুশীলন সকলের সামনেই করালেন তিনি। কোচ কার্লোস আমাদেউ বলছেন, ‘‘ব্রাজিলে শিশু জন্মানোর পরেই তাকে ফুটবল উপহার দেওয়া হয়। ফুটবল আমাদের জীবনের অঙ্গ। তাই ব্রাজিলকে নিয়ে প্রত্যাশাও বেশি। ফুটবলাররা সকলেই এই চাপ নিতে অভ্যস্ত। তাই ওরা নিজেদের সেরাটা দিতে তৈরি সব সময়।’’ সঙ্গে যোগ করেন,‘‘ তা ছাড়া আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই ভারতে এসেছি।’’ কিন্তু প্রথম ম্যাচেই তো প্রতিপক্ষ স্পেনের মতো শক্তিশালী দল। এ বছর অনূর্ধ্ব-১৭ ইউরো কাপে সেরা হয়েছে তারা। ব্রাজিল কোচের হুঙ্কার, ‘‘স্পেন অবশ্যই ভাল দল। কিন্তু ওদের বাড়তি সমীহ করার কোনও কারণ নেই। জানি, স্পেন কী স্ট্র্যাটেজিতে খেলে। তাই কী ভাবে খেললে ওদের হারানো যাবে, সেটাও আমাদের কাছে অজানা নয়।’’

চ্যাম্পিয়ন হওয়ার প্রস্তুতি অবশ্য দু’বছর আগে থেকেই শুরু করে দিয়েছেন কার্লোস। যেখানে নেমার, দাভিদ লুইজ-রা প্রস্তুতি নেন, অনূর্ধ্ব-১৭ দলের ফুটবলারদের উদ্বুদ্ধ করার জন্য সেই তেরেসোপোলিসেই অনুশীলন করিয়েছেন তিনি। স্পেনের বিরুদ্ধে ম্যাচের আগে ব্রাজিল কোচের অতিরিক্ত আত্মবিশ্বাসের রহস্যটা ফাঁস করলেন তাঁরই এক সহকারী। জানালেন, এই দলটার সেরা শক্তি হচ্ছে মাঝমাঠ। ফুটবলারদের কোচ বলেছেন, বল অধিকাংশ সময় নিজেদের দখলে রাখার চেষ্টা করবে। স্পেনের ফুটবলাররা বল না পেলেই দেখবে ছন্দ হারিয়ে ফেলবে।

স্পেনের ছন্দ নষ্ট করতে ব্রাজিলের কোচের অস্ত্র পাওলিনহো, বের্নার সৌজা ডি’সিলভা ও লিঙ্কন ডস স্যান্টোস।। এ দিন প্র্যাকটিসেও এই তিন ফুটবলার নিজেদের মধ্যে পাস খেলতে খেলতে বারবার জায়গা বদল করলেন।

ফরোয়ার্ড এবং মিডফিল্ড দু’টো পজিশনেই খেলতে পারে পাওলিনহো। তার উত্থান বিখ্যাত ভাস্কো দ্য গামা ক্লাব থেকে। এই ক্লাবেই খেলতেন ১৯৯৪ বিশ্বকাপে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর রোমারিও। দক্ষিণ আমেরিকা কাপ ফাইনালে জোড়া গোলও করেছে। ভিনিসিয়াস জুনিয়রের অভাব অনেকটাই দূর করে দিয়েছে পাওলিনহো।

স্পেনের নতুন তারা আবেল অবশ্য আলভারো মোরাতোর-ও ভক্ত। ভ্যালেন্সিয়ায় জন্ম তার। লিওনেল মেসির মতো আবেল-ও বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়ার স্পটারদের আবিষ্কার। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ইতিমধ্যেই নতুন চুক্তি করেছেন বার্সেলোনা কর্তারা। মেসির পাশে তাকে খেলতে দেখা এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এই মুহূর্তে আবেলের পাখির চোখ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের আগের দিন খোলাখুলি বলে দিল, ‘‘আমরা স্পেনকে গর্বিত করতেই এসেছি।’’

কোচিকে বলা হয় ‘ঈশ্বরের আপন দেশ’। বিশ্বের দুই সেরা শক্তির দ্বৈরথকে কেন্দ্র করে উত্তাপ ক্রমশ বাড়ছে ঈশ্বরের আপন দেশে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য কলকাতার মতো সেজে ওঠেনি কোচি। কিন্তু উন্মাদনা তুঙ্গে। সাম্বা বনাম তিকিতাকা ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির থাকতে পারেন সচিন তেন্ডুলকর-ও। সব টিকিট দিন তিনেক আগেই শেষ হয়ে গিয়েছে। তাও টিকিটের আশায় স্টেডিয়ামের বন্ধ কাউন্টারের সামনে ভিড় জমাচ্ছেন ফুটবলপ্রেমীরা।

কেরলের ক্রীড়াপ্রেমীদের কাছে শুক্রবারই যে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনাল!

শনিবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে: ব্রাজিল বনাম স্পেন, বিকেল ৫টা, সোনি টেন টু চ্যানেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE