Advertisement
০৫ মে ২০২৪

মেসির ‘ফোন’ নিয়ে জল্পনা

রিয়াল মাদ্রিদের উপর চাপ বাড়িয়ে লা লিগার শীর্ষে থাকল বার্সেলোনা।শনিবার রাতে সেল্টা ভিগোকে ৫-০ উড়িয়ে জয়ের ধারা বজায় রাখল লুইস এনরিকের দল। লিওনেল মেসিও করলেন জোড়া গোল।

হ্যালো: গোলের পর মেসির এই ভঙ্গি নিয়েই যত আলোচনা। এএফপি

হ্যালো: গোলের পর মেসির এই ভঙ্গি নিয়েই যত আলোচনা। এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৭ ০৩:৫২
Share: Save:

রিয়াল মাদ্রিদের উপর চাপ বাড়িয়ে লা লিগার শীর্ষে থাকল বার্সেলোনা।

শনিবার রাতে সেল্টা ভিগোকে ৫-০ উড়িয়ে জয়ের ধারা বজায় রাখল লুইস এনরিকের দল। লিওনেল মেসিও করলেন জোড়া গোল।

স্বস্তির জয়েও বার্সা ভক্তদের উদ্বেগ বাড়ল রাজপুত্রের অভিনব গোল উৎসবকে কেন্দ্র করে।

ম্যাচের শুরুতেই অবিশ্বাস্য গোলে বার্সাকে ১-০ এগিয়ে দেন মেসি। চব্বিশ ঘণ্টা পরেও যে গোল নিয়ে বিস্মিত ফুটবলবিশ্ব। প্রথমার্ধের শুরুতে বলটা ধরেই নিঁখুত টার্ন। একচল্লিশ মিটার দৌড়ে তিনজনকে সেই চেনা ড্রিবল। আর তারপরে দুর্দান্ত ফিনিশ। ঠিক যেন সেই পুরনো দিনের মেসি। যাঁর বাঁ পায়ে বল মানেই ম্যাজিক।

তবে মেসির স্বপ্নের গোলকে ঢেকে দিল তাঁর অভিনব উৎসব। নিজের প্রথম গোলের পর বার্সার ডিরেক্টর বক্সের দিকে তাকিয়ে তাঁকে ফোন করার ইঙ্গিত দেন এলএম টেন। সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় জল্পনা— সেলিব্রেশনের মাধ্যমে ঠিক কী বোঝাতে চাইছেন রাজপুত্র।

কয়েকজন বিশেষজ্ঞ যেমন ঠাট্টা করেছেন, হয়তো বার্সা কর্তাদের তিনি বলতে চাইছেন দ্রুত তাঁকে ফোন করে নতুন চুক্তি সেরে ফেলা হোক। আবার স্প্যানিশ সংবাদমাধ্যমের মতে এটা হয়তো বাকি ক্লাবগুলোকে ইঙ্গিত দিলেন তাঁকে সই করানোর জন্য।

সেই সব বিতর্ক উড়িয়ে আবার স্প্যানিশ মিডিয়াকে মেসি বলেন, ভঙ্গিটা নিজের ভাইপোর উদ্দেশে করেছেন। কিন্তু তাও মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা থামার কোনও নাম নেই।

মেসি ছাড়াও গোলের তালিকায় ছিলেন নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র), স্যামুয়েল উমতিতি ও ইভান রাকিটিচ। নেমার বলছেন, ‘‘আমি এখন আবার সেরা ফর্মে আছি। আজকের মতো বুধবার রাতে প্যারিস সঁ জরমঁ-এর বিরুদ্ধেও সব কিছু উজার করে দেব।’’ বার্সেলোনার তারকা মিডফিল্ডার ইভান রাকিতিচ বলছেন, ‘‘এ রকম পারফরম্যান্সের পর আত্মবিশ্বাস বাড়ল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lionel Messi Barcelona
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE