Advertisement
E-Paper

১৫ বছর পর নামছেন কোহলি, ৭ বছর পর দেখা যাবে রোহিতকে, বুধবার বিজয় হজারেতে নজরে ভারতের আরও চার তারকা

২০২৭ সালের বিশ্বকাপে বিরাট কোহলি ও রোহিত শর্মার খেলার নিশ্চয়তা নেই। তার জন্য তাঁদের বিজয় হজারে খেলার নির্দেশ দিয়েছে বোর্ড। সেই নির্দেশ মেনেই নামছেন দুই তারকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৭
cricket

বিরাট কোহলি (বাঁ দিকে) ও রোহিত শর্মা। —ফাইল চিত্র।

গত এক দশকে বিজয় হজারে ট্রফি নিয়ে এতটা আলোচনা হয়নি। বুধবার থেকে শুরু হতে চলেছে ভারতের ঘরোয়া এক দিনের প্রতিযোগিতা। এ বার আলোচনার নেপথ্যে ভারতের দুই ক্রিকেট তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাঁরা এ বারের প্রতিযোগিতায় নামছেন। পাশাপাশি জাতীয় দলে খেলা আরও চার তারকা ঋষভ পন্থ, শুভমন গিল, অর্শদীপ সিংহ ও অভিষেক শর্মাকেও দেখা যাবে প্রতিযোগিতার শুরুতে।

ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়েছে, জাতীয় দলে খেলা ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। নইলে জাতীয় দলে তাঁদের জায়গা হবে না। সেই নির্দেশ মেনেই বিজয় হজারেতে নামছেন জাতীয় দলে খেলা ক্রিকেটারেরা। শেষ বার ২০১০ সালে বিজয় হজারেতে খেলেছিলেন কোহলি। অর্থাৎ, ১৫ বছর পর আবার ভারতের ঘরোয়া এক দিনের প্রতিযোগিতা খেলতে দেখা যাবে তাঁকে। রোহিত শেষ বার এই প্রতিযোগিতা খেলেছিলেন ২০১৮ সালে। তিনিও সাত বছর পর নামছেন। তবে বাকিদের ম্যাচের সংখ্যা নির্দিষ্ট না করলেও রোহিত, কোহলিকে সেই স্বাধীনতা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁদের অন্তত দু’টি ম্যাচ খেলার নির্দেশ দেওয়া হয়েছে।

কোন কোন ম্যাচ খেলবেন, তা রোহিত, কোহলিই ঠিক করবেন। সব ম্যাচ শুরু বুধবার, ২৪ ডিসেম্বর থেকে। কোহলি ইতিমধ্যেই দিল্লি দলের সঙ্গে বেঙ্গালুরু পৌঁছেছেন। সেখানে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দিল্লির খেলা। বোঝা যাচ্ছে, কোহলি প্রথম দু’টি ম্যাচ খেলবেন। অন্ধ্রপ্রদেশের পর গুজরাতের বিরুদ্ধে খেলবে দিল্লি।

রোহিতও জানিয়ে দিয়েছেন যে, মুম্বইয়ের হয়ে প্রথম দু’টি ম্যাচ খেলবেন তিনি। অর্থাৎ, জয়পুরের মাঠে সিকিম ও উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলতে দেখা যাবে ভারতের তিন ফরম্যাটের প্রাক্তন অধিনায়ককে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের পর এখন শুধু এক দিনের ক্রিকেট খেলছেন রোহিত, কোহলি। তাঁদের ফর্মও ভাল। অস্ট্রেলিয়ায় এক দিনের সিরিজ়ের সেরা হয়েছেন রোহিত। তিনটি ম্যাচে একটি শতরান ও একটি অর্ধশতরান করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় সেরার পুরস্কার পেয়েছেন কোহলি। তিন ম্যাচের সিরিজ়ে দু’টি শতরান ও একটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। আইসিসি-র এক দিনের ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন রোহিত। দ্বিতীয় স্থানে কোহলি।

তার পরেও ২০২৭ সালের বিশ্বকাপে তাঁদের খেলার নিশ্চয়তা নেই। তার জন্য বিজয় হজারে খেলার নির্দেশ দিয়েছে বোর্ড। সেই নির্দেশ মেনেই নামছেন দুই তারকা। ১১ জানুয়ারি থেকে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের এক দিনের সিরিজ় শুরু। তিন ম্যাচের সেই সিরিজের আগে ঘরোয়া ক্রিকেটে দু’টি ম্যাচ খেলে প্রস্তুতি সেরে রাখবেন দুই তারকা।

কোহলির পাশাপাশি দিল্লির হয়ে খেলতে দেখা যাবে পন্থকে। তাঁকে অধিনায়ক করা হয়েছে। ভারতের টেস্ট দলে নিয়মিত হলেও বাকি দুই ফরম্যাটে নিয়মিত নন পন্থ। সেই কারণেই হয়তো বিজয় হজারেকে পাথির চোখ করেছেন তিনি।

পাশাপাশি পঞ্জাবের দলে রয়েছেন শুভমন, অভিষেক ও অর্শদীপ। শুভমন এখন ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক। টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। গত দু’মাসে ঘাড় ও পায়ের চোট ভুগিয়েছে তাঁকে। ব্যাটেও রান নেই। সেই কারণে বিজয় হজারেতে খেলে ফর্মে ফিরতে চাইছেন শুভমন।

অভিষেক ও অর্শদীপ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রয়েছেন। তবে বাকি দুই ফরম্যাটে নজর রয়েছে তাঁদের। সেই কারণে এই দুই ক্রিকেটারও বিজয় হজারেকে পাখির চোখ করেছেন। রোহিত, কোহলি দু’টি ম্যাচ খেললেও বাকিরা কতগুলি ম্যাচ খেলবেন তার সংখ্যা নির্দিষ্ট করে দেয়নি বোর্ড। তাঁরা কখন ফাঁকা রয়েছেন, তার উপর তাঁদের ঘরোয়া ক্রিকেট খেলা নির্ভর করছে।

এই ছয় ক্রিকেটার ছাড়াও যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব ও শিবম দুবেরও বিজয় হজারেতে খেলার কথা। তিন জনই মুম্বইয়ের ক্রিকেটার। তবে শুরুতে খেলবেন না তাঁরা। জানুয়ারি মাসে তাঁরা বিজয় হজারেতে খেলবেন বলে জানা গিয়েছে।

বুধবার বিজয় হজারেতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। দেশ জুড়ে মোট ১৬টি ম্যাচ হবে। সব খেলায় দিনের খেলা। ফলে প্রতিটি ম্যাচ সকাল ৯টা থেকে শুরু হবে। তার মধ্যে কিছু ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

Vijay Hazare trophy Rohit Sharma Virat Kohli
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy