Advertisement
০৪ জুন ২০২৪

বার্সায় ফিরতে চান নেমার, জল্পনা স্পেনে

শুক্রবারেই স্প্যানিশ সংবাদমাধ্যমে এমন খবর বেরিয়েছে। নেমার যে প্যারিস সঁ জারমঁ-তে গিয়ে খুব খুশি নন, তা নিয়ে বহু জায়গাতেই লেখালেখি হয়েছে। এডিনসন কাভানির সঙ্গে পেনাল্টি মারা নিয়ে ঝামেলা থেকে শুরু হয়েছিল মধুচন্দ্রিমার সুর কেটে যাওয়া।

ত্রয়ী: ফের কি একসঙ্গে দেখা যাবে সুয়ারেস, নেমার ও মেসিকে। ফাইল চিত্র

ত্রয়ী: ফের কি একসঙ্গে দেখা যাবে সুয়ারেস, নেমার ও মেসিকে। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ মার্চ ২০১৮ ০৪:০৯
Share: Save:

অস্ত্রোপচারের পর তাঁর রিহ্যাব শুরু হয়ে গিয়েছে। রাশিয়া বিশ্বকাপে ঠিক সময়ে ফিট হবেন কি না, তা নিয়েও জল্পনা অব্যাহত। তার মধ্যেই নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে নেমার-কে নিয়ে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, তিনি নাকি বার্সেলোনায় ফিরতে চাইছেন।

শুক্রবারেই স্প্যানিশ সংবাদমাধ্যমে এমন খবর বেরিয়েছে। নেমার যে প্যারিস সঁ জারমঁ-তে গিয়ে খুব খুশি নন, তা নিয়ে বহু জায়গাতেই লেখালেখি হয়েছে। এডিনসন কাভানির সঙ্গে পেনাল্টি মারা নিয়ে ঝামেলা থেকে শুরু হয়েছিল মধুচন্দ্রিমার সুর কেটে যাওয়া। রেকর্ড অর্থে বার্সেলোনা থেকে পিএসজি গিয়েও তা-ই নেমার কতটা সুখী ছিলেন, তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছিল। পিএসজি কোচ উনাই এমেরি-র সঙ্গেও তাঁর সম্পর্ক খুব সহজ ছিল না বলে শোনা যাচ্ছিল। এমনও জল্পনা শুরু হয়েছিল যে, পিএসজি-তে এসে নাকি স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলীয় তারকার। লিও মেসির পরে তিনি এ বার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে জুটি বাঁধতে পারেন রিয়াল মাদ্রিদে চলে গিয়ে।

এর মাঝেই পিএসজি-র হয়ে ফরাসির লিগের ম্যাচে গুরুতর চোট পান নেমার। তাঁর পায়ের পাতার হাড় ভেঙে যায়। ব্রাজিলে বেলো অরিজন্তের হাসপাতালে অস্ত্রোপচার করিয়ে রিহ্যাবে চলে যান তিনি। সেখান থেকেই তিনি বার্সেলোনা ক্লাবের কর্তাদের সঙ্গে ফের যোগাযোগ করেছেন বলে একটি স্প্যানিশ সংবাদপত্র দাবি করেছে। সংবাদপত্রটি লিখেছে, বার্সা কর্তাদের কাছে নেমার জানতে চেয়েছেন, তিনি কী ভাবে পুরনো ক্লাবে ফিরতে পারেন। এমনও তারা লিখেছে যে, নেমার পিএসজি গিয়ে ভুল করেছেন সেই কথাও বার্সেলোনা কর্তাদের কাছে স্বীকার করেছেন। ফ্রান্সের ‘লিগ ওয়ান’-এর মান নিয়েও তিনি হতাশ।

মেসির ছায়া থেকে বেরিয়ে নিজেকে সেরা তারকা হিসেবে প্রতিষ্ঠা করবেন বলেই নেমার বার্সেলোনা ছেড়ে চলে গিয়েছিলেন বলে মনে করা হয়। কিন্তু তাঁর নাকি এখন মোহভঙ্গ হয়েছে প্যারিসের ফুটবল এবং পিএসজি-কে নিয়ে। রিয়াল মাদ্রিদের কাছে হেরে যাওয়ার ফলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে পিএসজি। তাই নেমার বুঝতে পারছেন, মেরেকেটে তাঁকে ফরাসি লিগ খেলেই কাটাতে হবে। বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের মতো বিশ্বের সেরা ক্লাব হওয়ার সুযোগ তাঁর সামনে খুব একটা থাকবে না।

বার্সেলোনার মতো রিয়াল মাদ্রিদেও যোগ দেওয়ার চেষ্টা তিনি চালাচ্ছেন বলে খবর। শুক্রবার জিনেদিন জিদান-কে এ নিয়ে জিজ্ঞেস করা হলে রিয়াল ম্যানেজার বলেন, ‘‘নেমার বিশ্বের যে কোনও ক্লাবে খেলতে পারেন। যে কোনও ক্লাবই ওকে নিতে চাইবে কারণ, ও দারুণ ফুটবলার।’’ নেমার-কে নিতে বিশাল অঙ্কের টাকা খরচ করতে হবে যে কোনও ক্লাবকে। সেই প্রসঙ্গে জিদান বলেন, ‘‘আমি যখন খেলতাম তখন যে টাকা পেতাম, তার চেয়ে দশ বছরের মধ্যে ফুটবলারদের অর্থ অনেক বেড়ে গিয়েছে। কোনও টাকার অঙ্কই এখন আকাশছোঁয়া নয়। তবে আমি তাদের নিয়েই কথা বলতে চাই, যারা আমার দলে রয়েছে।’’

নেমার-কে বার্সেলোনা থেকে কেনার সময় পিএসজি দিয়েছিল ২৬২ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ১৩০৭ কোটি)। তাঁকে আবার কোনও ক্লাবের কিনতে হলে দিতে হবে ৪০০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ২৬০০ কোটি টাকা)। বার্সেলোনার সঙ্গে বোনাস অর্থ নিয়ে এখন নেমারের ঝামেলা চলছে। ক্লাব ছাড়ার সময় ব্রাজিলীয় তারকার সঙ্গে শীর্ষ কর্তাদের বেশ তিক্ত বাক্যবিনিময়ও হয়েছিল। ফের বার্সায় যোগ দিতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করা সেই কারণেই চাঞ্চল্যকর। তবে কারও কারও মতে, এটা নেমারের এজেন্টের কৌশলও হতে পারে। যাতে রিয়াল মাদ্রিদ-কেও চাপে রাখা যায়। সত্যিই পিএসজি ছেড়ে তিনি ফের স্পেন-মুখী কি না, তা জানার অপেক্ষা ফুটবল বিশ্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Neymar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE