Advertisement
E-Paper

এক নজরে খেলার টুকরো খবর

তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি ম্যাচে পঞ্জাব অধিনায়ক হিসেবে ঘোষণা করা হল হরভজন সিংহের নাম। ২১ নভেম্বর নাগপুরে শুরু এই ম্যাচই এই মরসুমে হরভজনের প্রথম রঞ্জি ম্যাচ। পুল ‘এ’-তে থাকা পঞ্জাব পাঁচ ম্যাচ খেলে ১৬ পয়েন্টে রয়েছে।

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৬ ০৩:৪৯

অভিযুক্ত দু’প্লেসি

দক্ষিণ আফ্রিকার অস্থায়ী অধিনায়ক ফাফ দু’প্লেসির বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ আনল আইসিসি। জবাবে দু’প্লেসি বলেছেন, তিনি নির্দোষ। আইসিসি ম্যাচ রেফারি এলিট প্যানেলের অ্যান্ডি পাইক্রফটের সামনে ঘটনার শুনানি হবে। গত মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের টিভি ফুটেজে দেখা যায়, মুখ থেকে কৃত্রিম পদার্থ বের করে সেটা বলে মাখাচ্ছেন দু’প্লেসি। দোষ প্রমাণ হলে পঞ্চাশ থেকে একশো শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং এক টেস্টের নির্বাসন হতে পারে তাঁর।

ঝুলনদের হার

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ছ’উইকেটে হারলেন ভারতীয় মেয়েরা। মুলাপাড়ুতে প্রথমে ব্যাট করে ১৫০-৪ তোলে ভারত। বেদা কৃষ্ণমূর্তি (৫০) এবং হরমনপ্রীত কাউর (৬৮ ন.আ.) রান পান। জবাবে অধিনায়ক স্টেফানি টেলরের ৫১ বলে ৯০ রানে ভর করে পাঁচ বল বাকি থাকতে জিতে যায় টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

সেমিফাইনালে সিন্ধু

স্থানীয় ফেভারিট হে বিংজিয়াওকে হারিয়ে চিন ওপেনের সেমিফাইনালে চলে গেলেন পিভি সিন্ধু। মরসুমে চারটে খেতাবজয়ী বিংজিয়াওকে ২২-২০, ২১-১০ উড়িয়ে দেন রিও অলিম্পিক্সে রুপোজয়ী ব্যাডমিন্টন তারকা। পুরুষদের সিঙ্গলসে রিওয় সোনাজয়ী, দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন এবং অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন চিনের চেন লঙের কাছে হেরে গেলেন অজয় জয়রাম। এ দিকে, ভারতীয় টিমের ম্যানেজার বামাং তাও-র ভিসা নিয়ে চিন জানিয়েছে, তিনি নিজেই ভিসার আবেদন বাতিল করেছেন। শোনা যাচ্ছিল, অরুণাচলপ্রদেশের বাসিন্দা হিসেবে তাও-র ভিসা বাতিল করে চিন। যে হেতু তারা মনে করে সেই রাজ্য দক্ষিণ তিব্বতের অংশ।

কোচ জয়বর্ধনে

২০১৭ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স হেড কোচের দায়িত্ব পেলেন মাহেলা জয়বর্ধনে। মুম্বইয়ের বর্তমান কোচ রিকি পন্টিংয়ের দু’বছরের চুক্তি তার আগেই শেষ হয়ে যাবে। আইপিএলে কিংগস ইলেভেন পঞ্জাব, কোচি টাস্কার্স এবং দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার। ‘‘জীবনের নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। মুম্বইকে সাফল্য আর আনন্দ দিতে চাই,’’ এ দিন বলেছেন জয়বর্ধনে।

অধিনায়ক হরভজন

তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জি ম্যাচে পঞ্জাব অধিনায়ক হিসেবে ঘোষণা করা হল হরভজন সিংহের নাম। ২১ নভেম্বর নাগপুরে শুরু এই ম্যাচই এই মরসুমে হরভজনের প্রথম রঞ্জি ম্যাচ। পুল ‘এ’-তে থাকা পঞ্জাব পাঁচ ম্যাচ খেলে ১৬ পয়েন্টে রয়েছে।

করিমের দাবি

তিনি যে নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন, ভারতীয় ক্রিকেটের উন্নতির স্বার্থে তারা কঠোর সিদ্ধান্ত নিয়েছিল বলে জানালেন সাবা করিম। প্রাক্তন জাতীয় নির্বাচক বলেছেন, ‘‘২০১২ সালে আমরা নির্বাচক হওয়ার এক বছর আগে ভারত বিশ্বকাপ জিতেছে। যে সাফল্যে সিনিয়রদের অবদান ছিল। কিন্তু তার পর কয়েকটা সিরিজ হেরেছিলাম। আমাদের লক্ষ্য ছিল তিনটে ফর্ম্যাটেই এক নম্বর হওয়া। যার জন্য প্রচণ্ড ফিট তরুণদের আস্তে আস্তে টিমে নিই।’’ ওই সময়ই অবসর নেন সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণের মতো সিনিয়ররা।

আসাফার অনুমান

উসেইন বোল্টের দুশো মিটার এবং একশো মিটার রেকর্ডের মধ্যে একশো মিটারের রেকর্ডটা ভাঙার বেশি সম্ভাবনা আছে বলে মনে করেন তাঁর সতীর্থ আসাফা পাওয়েল। ‘‘দুশো মিটারে ওর রেকর্ড (১৯.১৯ সেকেন্ড) ভাঙা অসম্ভব। একশোরটা (৯.৫৮) তবু ভাঙতে পারে,’’ এ দিন নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে বলেছেন একশো মিটারে প্রাক্তন বিশ্বরেকর্ডের মালিক পাওয়েল।

সন্তোষ শুরু ১৮ ডিসেম্বর

সন্তোষ ট্রফির পূর্বাঞ্চল জোনের খেলা শুরু ১৮ ডিসেম্বর। ঝাড়খণ্ডে এই পর্বে খেলবে বাংলা, বিহার-সহ পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলো প্রতিনিধিত্ব করবে। এ দিকে সন্তোষ ট্রফির জন্য এখনও কোচ নির্বাচন হয়নি বাংলার। ২৮ নভেম্বর কোচেস কমিটির বৈঠকে তা চূড়ান্ত হওয়ার কথা।

Harbhajan Singh PV Sindhu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy