হোলির উৎসবে মেতেছে গোটা দেশ। আট থেকে আশি— আজ সকলের হৃদয়ে রঙের ছোঁয়া। রংকে সামনে রেখে উজ্জ্বল ভবিষ্যতের শপথ নেওয়ার পালা। এই উৎসবে যেমন মেতেছে সাধারণ মানুষ তেমনই মেতেছেন ক্রীড়াবিদরাও।
শুক্রবার গোটা দেশকে হোলির শুভেচ্ছা জানালেন বীরেন্দ্র সহবাগ, রোহিত শর্মা, দীপা কর্মকার, সাইনা নেহওয়ালরা।
হোলির শুভেচ্ছা জানানো হয়েছে বিসিসিআই-এর পক্ষ থেকেও।
আরও পড়ুন: পঞ্জাব পুলিশের ডিএসপি পদে যোগ দিলেন হরমনপ্রীত কউর
আরও পড়ুন: কেরিয়ারে একটিমাত্র ওয়ানডে খেলেছিলেন ঘরোয়া ক্রিকেটের এই তারকারা
হোলির শুভেচ্ছা জানিয়ে বীনেন্দ্র সহবাগ লেখেন, “রং-কে ভয় পাবেন না, যারা রং বদলায় তাঁদের থেকে নিজেদের বাঁচিয়ে চলুন।”
Rangon se mat darna, Rang badalne waaon se darna. Don’t be afraid of colours, beware of people changing colours. Wish you a Holi filled with love and harmony #Holi2018 pic.twitter.com/jgiJleHrFI
— Virender Sehwag (@virendersehwag) March 2, 2018
দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়ে দীপা লেখেন, “আপনাকে এবং আপনার পরিবারকে জানাই হোলির আন্তরিক শুভেচ্ছা।”
आपको और आपके परिवार को HOLI कि हार्दिक शुभकामनाएँ 💐😊 pic.twitter.com/LSh6hUxYGB
— Dipa Karmakar (@DipaKarmakar) March 2, 2018
বাবার সঙ্গে একটি ভিডিও পোস্ট করে হোলির শুভেচ্ছা জানান সাইনা।
Happy Holi 😁😁@NHarvir pic.twitter.com/PzCjyOj3nq
— Saina Nehwal (@NSaina) March 1, 2018
তবে, সাইনা-দীপিকাদের থেকে একটু অন্য ভাবেই হোলির শুভেচ্ছা দেশবাসীকে জানালেন রোহিত শর্মা। একটি কুকুরের ছবি পোস্ট করেন রোহিত। ছবিটির উপর লেখা, ‘ওরা ভালবাসা চায়, রং নয়!’ নিজের টুইটে রোহিত লেখেন, “আমাদের সঙ্গে সঙ্গে হোলি এদের কাছেও আনন্দ মুখর হয়ে উঠুক।"
Let Holi be a happy occasion for all including our animal friends. #HappyHoli pic.twitter.com/tZUB8ovJiD
— Rohit Sharma (@ImRo45) March 2, 2018