Advertisement
২০ এপ্রিল ২০২৪

ধর্মশালায় ম্যাচ করতে দেওয়ার অনুরোধ শ্রীধরের

টি২০ বিশ্বকাপের টুর্নামেন্ট ডিরেক্টর এমভি শ্রীধর ধর্মশালার নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্ট। বুধবার সেই জায়গা ঘুরে সবুজ সঙ্কেত দিয়েছেন তিনি। ধর্মশালায় যেখানে ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও আরও অনেক ম্যাচই হবে। সব ম্যাচের কথা ভেবেই সেখানকার নিরাপত্তা ব্যবস্থা দেখে খুশি শ্রীধর।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৬ ২২:২০
Share: Save:

টি২০ বিশ্বকাপের টুর্নামেন্ট ডিরেক্টর এমভি শ্রীধর ধর্মশালার নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্ট। বুধবার সেই জায়গা ঘুরে সবুজ সঙ্কেত দিয়েছেন তিনি। ধর্মশালায় যেখানে ভারত-পাকিস্তান ম্যাচ ছাড়াও আরও অনেক ম্যাচই হবে। সব ম্যাচের কথা ভেবেই সেখানকার নিরাপত্তা ব্যবস্থা দেখে খুশি শ্রীধর। বুধবার ধর্মশালার ব্যবস্থাপনা দেখার পর বৃহস্পতিবার মোহালি উড়ে যাবেন তিনি। তার আগে তিনি বলে দিলেন, ‘‘ধর্মশালার পুলিশ খুব ভাল মতোই টি২০ বিশ্বকাপের নিরাপত্তা সামলাতে পারবে। আমি হংকং টিমের সঙ্গে একই ফ্লাইটে এখানে এসেছি। এবং এয়ারপোর্টে নামার পর থেকেই দেখছি সব কিছু লক্ষ্য করছি। এয়ারপোর্ট থেকে বেড়িয়ে টিম বাসের হোটেল পর্যন্ত যে নিরাপত্তা ব্যবস্থা দেখলাম তা প্রয়োজনের থেকে বেশি।’’

শ্রীধর অবশ্য পরে জানান, তাঁকে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা এয়ারপোর্টে চিনতে না পারায় তাঁর বরং অনেকটাই সুবিধে হয়েছে পুরো বিষয়টি বুঝে নিতে। তিনি আরও বলেন, ‘‘যখন আমি স্টেডিয়ামে ঢুকতে যাচ্ছি তখন পুলিশ আমাকে আটকে দেয়। কারণ আমার সঙ্গে আইসিসির কোনও কার্ড ছিল না। ততক্ষণ আমি বাইরেই ছিলাম যতক্ষণ পর্যন্ত না এইচপিসিএ-র তরথে গ্রিন সিগনাল এল। দেখতে পেলাম এই বিশ্বকাপকে ওখানে সফল করার জন্য ওরা কতটা তৈরি।’’

শ্রীধর সবার উদ্দেশে আবেদন জানান, আমি জানি যা ঘটছে। কিন্তু খেলাই এমন একটা মাধ্যম যেখানে সবাই একসঙ্গে হতে পারে। আমি সবাইকে অনুরোধ করছি ধর্মশালা সব থেকে বড়্ ম্যাচটি আয়োজন করার সুযোগ পেয়েছে যেন সেটা ভাল মতো হয়। দয়া করে ম্যাচটি হতে দিন।’’

আরও খবর

ধর্মশালায় খেলা উচিত হবে না পাকিস্তানের, বললেন মানি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dharamsala cricket India Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE