Advertisement
E-Paper

চাপের মুখে কোহলি ক্রিজে কেমন, দেখতে চায় শ্রীলঙ্কা

প্রত্যাশার চাপ কেমন ভাবে সামলান ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন বিরাট কোহলি, তা দেখার অপেক্ষায় যেমন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা, তেমন শ্রীলঙ্কারও অনেকে। তাঁদের মধ্যে রয়েছেন রমেশ কালুভিথরানা। প্রাক্তন শ্রীলঙ্কা উইকেটকিপার-ব্যাটসম্যান বলছেন, ‘‘আমি দেখতে চাই বিরাট দেশের মানুষের বিপুল প্রত্যাশার চাপ কী করে সামলায়।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৫ ০৩:৪৯

প্রত্যাশার চাপ কেমন ভাবে সামলান ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন বিরাট কোহলি, তা দেখার অপেক্ষায় যেমন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা, তেমন শ্রীলঙ্কারও অনেকে। তাঁদের মধ্যে রয়েছেন রমেশ কালুভিথরানা। প্রাক্তন শ্রীলঙ্কা উইকেটকিপার-ব্যাটসম্যান বলছেন, ‘‘আমি দেখতে চাই বিরাট দেশের মানুষের বিপুল প্রত্যাশার চাপ কী করে সামলায়। জানি নতুন ক্যাপ্টেন পারফর্ম করতে চায় এবং ওর মধ্যে জেতার খিদে প্রচুর। তবে এই চাপ সামলে ওকে সাফল্য পেতে হবে।’’

ভারতীয় দল শ্রীলঙ্কায় পৌঁছে যে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলল, সেই ম্যাচের বিপক্ষ শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্টস একাদশের কোচ কালুভিথরানা। তিনি আবার শ্রীলঙ্কা ‘এ’ দলেরও কোচ। প্রস্তুতি ম্যাচে ড্রয়ের প্রভাব আসন্ন টেস্ট সিরিজে পড়ার সম্ভাবনা কম, তা জানিয়ে দিয়ে কালুভিথরানা বলে দেন, ‘‘সিরিজের আগে ভারতকে বেশ ব্যালান্সড এবং ফোকাস্ড দেখাল। বিশেষ করে ওদের বোলিং দেখে মুগ্ধ হয়েছি। ওদের ব্যাটসম্যানরা যখন ক্রিজে ব্যাট করছিল না, তখন নেটে গিয়ে প্র্যাকটিস করছিল। আমার মনে হয়, ওরা টেস্ট সিরিজের জন্য তৈরি।’’

ভারতীয় দল যে পাঁচ বোলার নিয়ে টেস্টে নামতে পারে, এমন ইঙ্গিত দিয়েই রেখেছেন বিরাট কোহলি। তেমন হলে অবাক হবেন না বলে জানালেন কালুভিথরানা। তাঁর ধারণা, ‘‘শুনছি, এই কম্পোজিশনটা ওদের পছন্দ। তাই পাঁচ বোলার নিয়ে নামলে অবাক হব না। ওদের বোলাররা প্রত্যেকেই ভাল কন্ডিশনে রয়েছে। তবে গলের উইকেট না দেখে ধারণা করা কঠিন, কোন কম্পোজিশনে খেলবে ওরা। তবে এই বিলাসিতা ওদের মানায়। কারণ কয়েকজন ভারতীয় বোলার তো ব্যাটিংটাও ভাল করতে পারে।’’

যে দলটা ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলল, সেই দলের পাঁচজন টেস্ট দলেও রয়েছেন। এঁদের মধ্যে আনকোরা ফাস্ট বোলার বিশ্ব ফার্নান্ডোও রয়েছেন। নতুন এই পেসার সম্পর্কে তাঁদের কোচ কালুভিথরানা বলেন, ‘‘ওকে দেখে মনে হচ্ছে ও সত্যিই ভাল বোলার। যত দিন যাবে আরও উন্নতি করবে। ওকে শুধু ঠিক জায়গায় বল করে যেতে হবে। অভিজ্ঞতা বাড়লে ও তাও পারবে।’’

মিডল অর্ডার বাঁ হাতি ব্যাটসম্যান উপুল থরঙ্গা ও ওপেনার কৌশল সিলভাকে নিয়েও আশাবাদী কালুভিথারানা। দু’জনেই প্রস্তুতি ম্যাচে রান পেয়েছেন বলে তিনি আরও আশায় রয়েছেন।

kohli vs srilanka kohli under pressure kohli acid test india vs srilanka series india srilanka tour
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy