Advertisement
০৫ মে ২০২৪

ওয়াংখেড়ে-প্রবেশে আর বাধা নেই শাহরুখের

তিন বছরেরও বেশি নিষেধাজ্ঞা থাকার পর অবশেষে মুক্তি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢোকার অনুমতি পেলেন শাহরুখ খান। তিন বছর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের একটি ম্যাচের পর প্রায় মধ্যরাতে কেকেআরের জয় সেলিব্রেট করার সময় স্টেডিয়ামের এক নিরাপত্তারক্ষীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৫ ০২:৫৮
Share: Save:

তিন বছরেরও বেশি নিষেধাজ্ঞা থাকার পর অবশেষে মুক্তি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢোকার অনুমতি পেলেন শাহরুখ খান।

তিন বছর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের একটি ম্যাচের পর প্রায় মধ্যরাতে কেকেআরের জয় সেলিব্রেট করার সময় স্টেডিয়ামের এক নিরাপত্তারক্ষীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার। তখন পাঁচ বছরের জন্য শাহরুখের ওয়াংখেড়েতে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল মুম্বই ক্রিকেট সংস্থা (এমসিএ)। রবিবার ম্যানেজিং কমিটির বৈঠকে এমসিএ কর্তারা সিদ্ধান্ত নেন, পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই নির্বাসন তুলে নেওয়া হবে শাহরুখের উপর থেকে।

কেন দু’বছর আগেই নির্বাসনমুক্ত করা হল কিংগ খানকে, তার কারণ ব্যাখ্যা করে এমসিএ ভাইস প্রেসিডেন্ট আশিস শেলার এ দিন বলেন, ‘‘যখন প্রয়োজন হয়েছিল, তখন শাহরুখ খানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। আমাদের ইদানীং মনে হচ্ছিল, ব্যাপারটা আর বেশি দূর নিয়ে যাওয়াটা ঠিক নয়। তাই প্রেসিডেন্ট শরদ পাওয়ারের অনুমতি নিয়ে আজকের বৈঠকে ওঁর উপর থেকে নির্বাসন তোলার প্রস্তাব দিই। বৈঠকে উপস্থিত কেউই এই প্রস্তাবের বিরোধিতা করেননি।’’

এমসিএ-র অপর একটি অংশের বক্তব্য অবশ্য অন্য রকম। তাঁরা বলছেন, শাহরুখ নিজেই নাকি পওয়ারকে ফোন করে এই শাস্তি তোলার অনুরোধ জানিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত।

তবে শাহরুখ নিয়ে নরম হলেও অঙ্কিত চহ্বণ নিয়ে চরমপন্থী মনোভাব ধরে রাখছে এমসিএ। এ দিনই ঠিক হয়েছে, স্পট ফিক্সিংয়ের অভিযোগে চির নির্বাসিত এই ক্রিকেটারের শাস্তি তুলে নেওয়ার আবেদন বোর্ডের কাছে করা হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE