Advertisement
E-Paper

আয়ুর্বেদের নতুন মুখ স্টেফি

নিজের প্রথম সফরে ভারত দর্শনের অভিজ্ঞতাকে অবিশ্বাস্য আর অসাধারণের মিশেল বোঝাতে গিয়ে একটা ইংরেজি শব্দ টুইট করেছিলেন। ‘ইনক্রেডিবল’। সেই ভারত প্রেম এ বার আরও গাঢ় করে তুললেন স্টেফি গ্রাফ। কেরল পর্যটনের আয়ুর্বেদ দূত হওয়ার প্রস্তাব গ্রহন করে!

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ জুন ২০১৫ ০৩:৩১
কেরল পর্যটনের দূত।

কেরল পর্যটনের দূত।

নিজের প্রথম সফরে ভারত দর্শনের অভিজ্ঞতাকে অবিশ্বাস্য আর অসাধারণের মিশেল বোঝাতে গিয়ে একটা ইংরেজি শব্দ টুইট করেছিলেন। ‘ইনক্রেডিবল’। সেই ভারত প্রেম এ বার আরও গাঢ় করে তুললেন স্টেফি গ্রাফ। কেরল পর্যটনের আয়ুর্বেদ দূত হওয়ার প্রস্তাব গ্রহন করে!

ছেচল্লিশ বছরের টেনিস কিংবদন্তির সঙ্গে কথা নাকি আগেই হয়ে ছিল। এ দিন কেরল মন্ত্রিসভায় প্রস্তাবে সিলমোহর পড়ার পর মুখ্যমন্ত্রী উমেন চণ্ডী নিজেই জানিয়েছেন কেরলের আয়ুর্বেদ ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হচ্ছেন স্টেফি গ্রাফ। ঠিক কী কী শর্তে সেটা জানা না গেলেও, স্টেফির সঙ্গে এ ব্যাপারে চুক্তি সই করে ফেলছেন তাঁরা।

গত বছর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আইপিটিএলের জন্য স্বামী আন্দ্রে আগাসির সঙ্গে প্রথম ভারতে এসেছিলেন স্টেফি। দিল্লি থেকে শুরু ছোট্ট সফরে জার্মান সুন্দরীর একটা দিন শুরুই হয়েছিল তাজমহলে সূর্যোদয় দিয়ে। সেই অভিজ্ঞতা আর আগ্রায় আপ্লুত টেনিস তারকা টুইটারে উচ্ছ্বসিত প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। পরে স্কুলপড়ুয়াদের সঙ্গে মুম্বইয়ে সময় কাটানোর পর জানিয়ে গিয়েছিলেন, আবার ফিরতে চান। সেটাই হল আয়ুর্বেদের হাত ধরে!

Kerala Steffi Graf Tennis Ayurveda brand ambassador
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy