Advertisement
০৮ মে ২০২৪
Sports News

অবসর ঘোষণা করলেন স্টিভেন জেরার্ড

পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন লিভারপুল ও ইংল্যান্ড অধিনায়ক স্টিভেন জেরার্ড। বৃহস্পতিবার ৩৬ বছর বয়সে অবসর ঘোষণা করলেন তিনি। ১৭ বছর লিভারপুল টানা খেলেছেন তিনি। তার মধ্যে ১২ বছরই ছিলেন অধিনায়ক। তার মধ্যে জিতেছেন অনেক গুরুত্বপূর্ণ ট্রফি।

স্টিভেন জেরার্ড। ছবি: এপি।

স্টিভেন জেরার্ড। ছবি: এপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ২১:০৪
Share: Save:

পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন লিভারপুল ও ইংল্যান্ড অধিনায়ক স্টিভেন জেরার্ড। বৃহস্পতিবার ৩৬ বছর বয়সে অবসর ঘোষণা করলেন তিনি। ১৭ বছর লিভারপুল টানা খেলেছেন তিনি। তার মধ্যে ১২ বছরই ছিলেন অধিনায়ক। তার মধ্যে জিতেছেন অনেক গুরুত্বপূর্ণ ট্রফি। জেরার্ড বলেন, ‘‘আমার ফুটবল ভবিষ্যত নিয়ে অনেকদিন ধরেই জল ঘোলা হচ্ছিল। এখন আমি নিশ্চিত করে জানালাম পেশাদার ফুটবল থেকে আমি অবসর নিলাম। আমি দারুণ ফুটবল জীবন কাটিয়েছি। প্রতিটি সাফল্যের মুহূর্তের জন্য লিভারপুল, ইংল্যান্ড ও লা গ্যালাক্সির প্রতি কৃতজ্ঞ।’’

ইংল্যান্ডের হয়ে ১১৪টি ম্যাচ খেলেছিলেন জেরার্ড। ২১টি আন্তর্জাতিক গোলও রয়েছে তাঁর নামের পাশে। তাঁর আগে শুধু রয়েছেন পিটার শিলটন, ওয়েন রুনি ও ডেভিড বেকহ্যাম। ছ’টি বড় টুর্নামেন্টের মধ্যে ইংল্যান্ডের হয়ে ২০১০ এর বিশ্বকাপ, ২০১২র ইউরো ও ২০১৪র বিশ্বকাপে অধিনায়কত্ব করেছেন। এ ছাড়া দুটো এফএ কাপ, তিনটি লিগ কাপ, উয়েফা কাপ, উয়েফা সুপার কাপ ও কমিউনিটি শিল্ড জয় রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর সব থেকে বড় সাফল্য ২০০৫এ ইস্তানবুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রথমার্ধে ৩-০ পিছিয়ে থেকে এসি মিলানকে হারিয়ে পঞ্চম ইউরোপিয়ান কাপ জিতে নেয় লিভারপুল। ক্লাবের হয়ে ৭১০টি ম্যাচ খেলে ১৮৬ গোল রয়েছে তাঁর। জেরার্ড বলেন, ‘‘আমি গর্বিত লিভারপুলের হয়ে ৭০০ উপর ম্যাচ খেলতে পেরে। আর ক্লাবকে অনেক ট্রফি এনে দিতে পেরে। দেশের হয়েও ১১৪ ম্যাচ খেলতে পেরে আমি খুশি।’’

আরও খবর

মেসির জোড়া গোলে শেষ ১৬ নিশ্চিত বার্সেলোনার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Steven Gerrard Loverpool England Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE