আইএসএলে খেলার জন্য অর্ণব মণ্ডল ক্লাব ছেড়েছেন। আই লিগ চ্যাম্পিয়ন মিনার্ভা এফ সি-র হয়ে দুরন্ত খেলা ডিফেন্ডার সুখদেব সিংহকে শেষ মুহূর্তে ছিনিয়ে নিয়েছে মোহনবাগান। এই পরিস্থিতিতে রক্ষণ শক্তিশালী করতে সবুজ-মেরুনের ‘ব্রাত্য’ কিংশুক দেবনাথই এখন ভরসা ইস্টবেঙ্গলের টেকনিক্যাল ডিরেক্টর (টিডি) সুভাষ ভৌমিকের।
সুপার কাপ সেমিফাইনালে বেঙ্গালুরু এফ সি-র বিরুদ্ধে বিপর্যয়ের জন্য কিংশুক-কেই কাঠগড়ায় তুলেছিল মোহনবাগান। ম্যাচের পরেই প্রাক্তন অধিনায়ক কিংশুক-কে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেন সবুজ-মেরুন কর্তারা। এই মুহূর্তে কোনও ক্লাব নেই বাঙালি ডিফেন্ডারের। আনন্দবাজারকে সুভাষ বললেন, ‘‘কিংশুক আগের মরসুমে মোহনবাগানের হয়ে দারুণ খেলেছে। অভিজ্ঞ ডিফেন্ডার। তাই ওকে নেওয়ার জন্য ক্লাবকর্তাদের বলেছি।’’ কিংশুক নিজেও লাল-হলুদে খেলতে আগ্রহী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy