Advertisement
৩০ নভেম্বর ২০২৩

সুব্রত পালকে দলে নিয়ে জয়ের হুঙ্কার জনের

দেশের এক সময়ের সেরা গোলকিপার এবার নর্থ-ইস্ট ইউনাইটেডে। নিয়মিত আইএসএল খেলেন, জাতীয় দলেও থাকেন কিন্তু তেমনভাবে আই লিগে খেলার সুযোগ পান না তিনি। ভারতীয় ফুটবলে এখন সুব্রত পাল যুগ অতীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ মে ২০১৬ ১৯:২৯
Share: Save:

দেশের এক সময়ের সেরা গোলকিপার এবার নর্থ-ইস্ট ইউনাইটেডে। নিয়মিত আইএসএল খেলেন, জাতীয় দলেও থাকেন কিন্তু তেমনভাবে আই লিগে খেলার সুযোগ পান না তিনি। ভারতীয় ফুটবলে এখন সুব্রত পাল যুগ অতীত। এক কথায় বাংলার গোলকিপারদের যুগও অতীত হয়েছে ভারতীয় ফুটবলে। তার মধ্যে সুব্রত পালরাই ধরে রেখেছে ঐতিহ্য।

এমন অবস্থায় আইএসএল একমাত্র ভারতীয় ফুটবলে টিকে থাকার একমাত্র মঞ্চ। এই প্রথম নর্থ-ইস্ট দলে জায়গা করে নিল বাংলার দুই। সুব্রত পাল ছাড়াও নর্থ-ইস্ট ইউনাইটেডে য়োগ দিলেন লেফটব্যাক শৌভিক ঘোষ। এছাড়া নর্থ-ইস্টে নতুন মুখ নির্মল ছেত্রী, রৌলিন বর্জেস ও সুমিত পাসি। এর আগেই ব্রাজিলের সার্জিও ফেরিয়াসকে কোচ হিসেবে নিয়েছে দল। তিনিই বেছে নিলেন এই পাঁচ জনকে।

নতুন দল নিয়ে মালিক জন আব্রাহাম বলেন, ‘‘আমি নতুনদের নিয়ে খুশি। সকলেই খুব ট্যালেন্টেড। নির্মল, সুব্রত, রৌলিন, সুমিত, শৌভিকদের রক্তে ফুটবল রয়েছে। ওরা নর্থ-ইস্টের বাকি প্লেয়ারদের মতই। নতুন পাঁচজনকে আমি ক্লাবে স্বাগত জানাচ্ছি। এই আইএসএল-এ আমরা দারুণভাবে ফিরে আসব।’’

আরও খবর

ভারতসেরারা ফিরল, বৃষ্টি ভেজা কলকাতা উষ্ণ হল আবেগ আর উচ্ছ্বাসে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE