Advertisement
E-Paper

রেল বনাম বাংলা নিয়ে উদ্বেগে  সুদীপ, অনুষ্টুপরা

যে হেতু তিনি রেলের কর্মী, তাই এ বার রেল যে তাঁকে বাংলার হয়ে খেলার জন্য ছাড়পত্র দেবে না, তা সাফ জানিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলার হয়ে খেলার জন্য চাকরি ছাড়ার কথাও ভাবতে হচ্ছে সুদীপকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৮ ০৪:২৬

আসন্ন ঘরোয়া মরসুমে কার হয়ে খেলবেন, এই নিয়ে অনিশ্চয়তা কিছুতেই কাটছে না। এই উদ্বেগ নিয়েই বুধবার দলীপ ট্রফিতে খেলার জন্য রওনা হয়ে যাচ্ছেন বাংলার সহ-অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়। তামিলনাড়ুর ডিন্ডিগুলে দলীপের ম্যাচে তিনি দুশ্চিন্তা নিয়েই যাচ্ছেন। কারণ, আসন্ন রঞ্জি ট্রফি ও বোর্ডের অন্যান্য আন্তঃরাজ্য প্রতিযোগিতায় তাদের হয়ে খেলার জন্য তাঁর নামে ফতোয়া জারি করেছে রেলওয়েজ।

যে হেতু তিনি রেলের কর্মী, তাই এ বার রেল যে তাঁকে বাংলার হয়ে খেলার জন্য ছাড়পত্র দেবে না, তা সাফ জানিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলার হয়ে খেলার জন্য চাকরি ছাড়ার কথাও ভাবতে হচ্ছে সুদীপকে। বাংলার আর এক সিনিয়র ক্রিকেটার অনুষ্টুপ মজুমদারের কাছেও একই নির্দেশ এসেছে রেলের শীর্ষমহল থেকে। কয়েক দিন আগেই সুদীপদের চিঠি দিয়ে তাদের রেলের হয়ে খেলার নির্দেশ দেওয়া হয়। সুদীপের মতো অনুষ্টুপও মেট্রো রেলে কর্মরত। বাংলার জার্সিতে এ বার তাঁদের খেলা হবে কি না সেটাই অনিশ্চিত। শুক্রবার দু’জনই সিএবি যুগ্মসচিব অভিষেক ডালমিয়ার সঙ্গে দেখা করেন। বাংলার হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করলেও তাঁদের নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে আসতে পারেনি সিএবি। বাংলার সহ-অধিনায়ক সুদীপ জানিয়েছেন, চাকরির ক্ষেত্রে অসুবিধা দেখা গেলেও বাংলার হয়ে খেলতে তাঁর কোনও অসুবিধা নেই। কিন্তু এই নিয়ম যদি তাঁর ক্রিকেট জীবনে হস্তক্ষেপ করে তা হলে নিরুপায় হয়ে বাংলা ছাড়তে হতে পারে তাঁকে।

শুক্রবার সিএবি-তে বৈঠক শেষে সুদীপ বলেছেন, ‘‘অনূর্ধ্ব-১৫ বিভাগ থেকে বাংলার হয়ে খেলছি। এই রাজ্যের প্রতি আমার আবেগটাই অন্য রকম। সিএবি-র তরফ থেকে পুরোপুরি চেষ্টা করা হবে। আমার পুরোপুরি ভরসাও রয়েছে ওঁদের উপর।’’ সঙ্গে যোগ করেন, ‘‘বাংলার হয়ে খেলতে গিয়ে আমার চাকরির ক্ষেত্রে যদি কোনও অসুবিধা হয়, তা হলেও এই রাজ্যের হয়ে খেলতে আমি রাজি। কিন্তু বাংলার হয়ে খেলতে গিয়ে যদি ক্রিকেট জীবন সঙ্কটের মধ্যে পরে, তা হলে নিরুপায় ভাবে রেলওয়েজের হয়ে আমাকে খেলতে চলে যেতে হবে।’’

ঠিক দলীপ ট্রফির আগেই এ রকম একটা দুশ্চিন্তা চাপে রাখছে সুদীপকে। তবুও সেই প্রতিযোগিতায় নিজের সেরাটা উজাড় করে দিতে মরিয়া বাংলার সহ-অধিনায়ক। সুদীপের কথায়, ‘‘দলীপ ট্রফির আগে এ ধরনের একটা সিদ্ধান্ত আমাকে চিন্তিত করবেই। কিন্তু এই ব্যাপারটা মাথা থেকে উড়িয়ে দিয়ে পারফর্ম করাই আমার কাছে বড় চ্যালেঞ্জ। সে সব মাথা থেকে বার করে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’’

আশা হারাচ্ছেন না অনুষ্টুপও।

তাঁর কথায়, ‘‘বাংলার হয়ে প্রত্যাবর্তন হয়েছে এই মরসুমেই। পারফরম্যান্সও খারাপ ছিল না। কিন্তু আমার বিশ্বাস এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সিএবি পুরোপুরি চেষ্টা করবে।’’

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের ধারাভাষ্যকার হিসেবে ইংল্যান্ডে রয়েছেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাই এই বিষয়ে তাঁর পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাননি সুদীপেরা। আশ্বাস দিতে পারেননি সিএবি যুগ্মসচিব অভিষেক ডালমিয়াও। সুদীপ ও অনুষ্টুপদের সঙ্গে বৈঠক করলেও আগামী মরসুমে তাঁদের ভবিষ্যৎ কী হবে, অথবা তাঁদের জন্য সিএবি কতটা চেষ্টা করবে, সে বিষয়ে সে ভাবে কিছু জানাতে পারেননি অভিষেক। তাঁর প্রতিক্রিয়া, ‘‘সুদীপ, অনুষ্টুপদের ভবিষ্যৎ নিয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। দু’জনেই বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এর থেকে বেশি কিছু এই মুহূর্তে বলা যাচ্ছে না। নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছলে জানানো হবে।’’

Cricket Bengal raolways Sudip Chatterjee Anustup Majumdar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy