Advertisement
০৯ মে ২০২৪
আই লিগে আজ মহারণ, মোহনবাগানের সনি বনাম বেঙ্গালুরুর সুনীল

সম্মানের ম্যাচে জিততে মরিয়া দুই তারকাই

গত তিন বছরে দু’দলের টিমের মধ্যেই অদলবদল হয়েছে আই লিগ ট্রফিটা। কিন্তু এ বার সেই মোহনবাগান লিগ টেবলে তিন নম্বর। পাঁচে বেঙ্গালুরু।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ০৩:১৪
Share: Save:

গত তিন বছরে দু’দলের টিমের মধ্যেই অদলবদল হয়েছে আই লিগ ট্রফিটা। কিন্তু এ বার সেই মোহনবাগান লিগ টেবলে তিন নম্বর। পাঁচে বেঙ্গালুরু।

আজ, শনিবার বেঙ্গালুরুতে মহারণে সকলের নজরে থাকবেন দু’দলের দুই প্রধান তারকা—মোহনবাগানের সনি নর্দে এবং বেঙ্গালুরুর সুনীল ছেত্রী।

তিন বছর আগে বেঙ্গালুরুকে আই লিগ চ্যাম্পিয়ন করতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন দলের অধিনায়ক সুনীল ছেত্রী। দু’বছর আগে মোহনবাগানের আই লিগ জয়ে একই রকম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন হাইতির সনি নর্দে। গত বছরও বেঙ্গালুরুতে সবুজ-মেরুনের জোড়া গোলে জয়ের ম্যাচে গোল করেছিলেন সনি। শনিবারের দ্বৈরথে জিতবেন কে?

সাম্প্রতিক ফর্মের দিক থেকে কেউই খুব একটা ভাল জায়গায় নেই।

এ বারের আই লিগে দু’জনের পায়েই গোল খরা। বারো ম্যাচে সুনীল গোল করেছেন চারটি। আর আট ম্যাচ খেলে সনির গোল মাত্র একটি। আর সে কথা মনে করিয়ে দিয়ে ভারতীয় ফুটবলের ‘কালো হরিণ’ আইএম বিজয়ন ত্রিশূরের বাড়ি থেকে ফোনে বললেন, ‘‘সুনীল বনাম সনির ম্যাচটা দেখার ইচ্ছা রয়েছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সুনীলকে খুব উত্তেজিত দেখলাম। মনে হচ্ছিল চাপে আছে। মোহনবাগানের বিরুদ্ধে ওই চাপ না সরাতে পারলে কিন্তু সনি-রাই সুবিধে পেয়ে যাবে। সনির মাথা ঠান্ডা। আর এ রকম হাইভোল্টেজ ম্যাচে কিন্তু ঠান্ডা মাথাই জিতে যায়।’’

সুনীল ছেত্রী

সনি নর্দে

• শক্তি: চোরা গতি। দ্রুত বলের কাছে পৌঁছে যান। দুরন্ত বল কন্ট্রোল। চকিতে টার্নিংয়ে গোলমুখী শট।

• দুর্বলতা: হেডিং। বল ছাড়তে কখনও কখনও দেরি করেন। ইদানীং মাথা গরমের প্রবণতা।

• আই লিগে: ১২ ম্যাচে ৪ গোল।

• শক্তি: বল কন্ট্রোল। দু’পায়েই ড্রিবল করতে পারেন। দূরপাল্লার শট রয়েছে। সেট পিসে দক্ষ।

• দুর্বলতা: বাঁ দিক থেকে খুব কম ‘শাফল’ করেন। বল বেশি সময় পায়ে রাখার প্রবণতা।

• আই লিগে: ৮ ম্যাচে ১ গোল।

উদ্যান নগরীতে ভারতীয় ফুটবলের বর্তমান দুই বিখ্যাত ফরোয়ার্ডের দ্বৈরথের চব্বিশ ঘণ্টা আগে তাঁর দিকে তাকিয়ে দেশের আর এক প্রাক্তন সেরা স্ট্রাইকারও। শিশির ঘোষ বলে দেন, ‘‘তারকারা বড় ম্যাচেই জ্বলে ওঠে। সুনীল গোলটা খুব ভাল চেনে। তার ওপর ঘরের মাঠ। নিজেকে নতুন করে চেনানোর জন্য এই ম্যাচটাকে ও বেছে নিলে অবাক হব না।’’ ময়দানের সফল বাঙালি স্ট্রাইকার যোগ করলেন, ‘‘সনিও এ বার সে ভাবে দাগ কাটতে পারেনি আই লিগে। ও নিজেও চাইবে এ রকম ম্যাচে গোল করে এবং সতীর্থদের দিয়ে গোল করিয়ে নায়ক হতে। যাতে পরের মরসুমে ওর কদরটা থাকে। আমি একটু হলেও এগিয়ে রাখব সনির মোহনবাগানকে।’’

আরও পড়ুন:যুবভারতী দেখতে আসছে ইংল্যান্ডের নিরাপত্তা দল

১১ ম্যাচে ২২ পয়েন্ট মোহনবাগানের। সুনীলদের বেঙ্গালুরু সেখানে এক ম্যাচ বেশি খেলে ১৭ পয়েন্টে দাঁড়িয়ে। ধারাবাহিকতার অভাবে ভুগছে এ বার বেঙ্গালুরু। সাত ম্যাচ পরে জিতলেও গত ম্যাচেই আবার পয়েন্ট হারিয়েছেন সুনীলরা। বেঙ্গালুরু কোচ আলবের্তো রোকা তাই এ দিন সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘‘শনিবার আমাদের আগ্রাসী মেজাজে খেলতে হবে।’’ বেঙ্গালুরু টিম সূত্রে খবর, মোহনবাগানের বিরুদ্ধে অভিষেক হতে পারে টিমের সার্বিয়ান ফরোয়ার্ড উগোভিচের। যিনি গত পনেরো বছরে পোল্যান্ড, সিরিয়া, লেবানন, আইসল্যান্ড ও ইন্দোনেশিয়ার ক্লাবে খেলার অভিজ্ঞতায় পূর্ণ। স্কোরার হিসেবেও কার্যকরী ভূমিকা নিতে দক্ষ। যা শুনে মোহনবাগান কোচ সঞ্জয় সেনও বলে দেন, ‘‘নতুন বিদেশি আসায় টিমটা উজ্জীবিত হয়ে নামবে। ওরা এ বার ছন্দে না থাকলেও মরিয়া থাকবে। আমাদের এখন সব ম্যাচ জিততে হবে।’’

মোহনবাগান শিবির সূত্রে খবর, টিমে ফিরছেন ডাফি। এ দিন কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনে গিয়ে তিনি বলছেন, ‘‘ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বেঙ্গালুরুর ম্যাচ দেখেছি। আমরা আশাবাদী।’’

শনিবার আই লিগে

মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি
(কান্তিরাভা স্টেডিয়ামে খেলা শুরু রাত ৭-০৫ মিনিটে। সরাসরি টেন টু চ্যানেলে)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sunil Chhetri Sony Norde I-League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE