পিতৃত্বকালীন ছুটি নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। যে সিদ্ধান্ত জন্ম দিয়েছে বিতর্কের। সেই প্রসঙ্গেই এ বার মুখ খুললেন সুনীল গাওস্কর। জানিয়ে দিলেন, তিনি নিজে কখনও এ ধরনের ছুটি চাননি। কারণ,টেস্ট মিস করার প্রশ্নই ছিল না তাঁর কাছে।
ভারতকে ৪৭ টেস্টে নেতৃত্ব দেওয়া সুনীল গাওস্কর টেনেছেন ১৯৭৫-৭৬ মরসুমের কথা। মিড-ডে পত্রিকায় তিনি লিখেছেন, ‘সোজাসুজি জানাই, সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ফিরে আসার অনুমতি চাইনি। যখন নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পর পর সফরের জন্য ভারতীয় দলের সঙ্গে রওনা হয়েছিলাম, তখনই জানতাম যে আমি বাইরে থাকার সময়েই সন্তানের জন্ম হবে। কিন্তু দেশের হয়ে খেলার জন্য দায়বদ্ধ ছিলাম। আর এতে স্ত্রীর পুরো সমর্থনও পেয়েছিলাম’। অর্থাৎ, দেশের প্রতিনিধিত্ব করাকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন গাওস্কর।
কিছুদিন আগে কপিল দেবও একই কথা বলেছিলেন। দেশের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক মন্তব্য করেছিলেন, “মনে হয় না কোনও সফরে গিয়ে আমরা মাঝপথে ফিরে আসার বিলাসিতা দেখাতে পারতাম। আর এই বিষয়ে আমি নিশ্চিত। সুনীল গাওস্কর তো মাসের পর মাস ছেলের মুখই দেখতে পায়নি। তখন ব্যাপার অন্য রকম ছিল।”