Advertisement
২৪ এপ্রিল ২০২৪

প্রায় প্লে-অফে সানরাইজার্স, এগোল মুম্বই

চার নম্বর আইপিএল ম্যাচে নেমে হাসিম আমলার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫৬ বলে ৯৬ রানের ঝোড়ো ইনিংস। কিন্তু তাতেও লাভ হল না। আমলার ব্যাটিংয়ের জোরে কিংগস ঘরের মাঠে ১৮০ রানের টার্গেট রাখার পরও।

সংবাদ সংস্থা
মোহালি ও বিশাখাপত্তনম শেষ আপডেট: ১৬ মে ২০১৬ ০৩:০৭
Share: Save:

চার নম্বর আইপিএল ম্যাচে নেমে হাসিম আমলার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫৬ বলে ৯৬ রানের ঝোড়ো ইনিংস। কিন্তু তাতেও লাভ হল না। আমলার ব্যাটিংয়ের জোরে কিংগস ঘরের মাঠে ১৮০ রানের টার্গেট রাখার পরও। সন্দীপ শর্মা (১-৩৫), মোহিত শর্মা (০-৪০), মার্কাস স্টইনিসরা (০-২৮) সানরাইজার্সের ব্যাটিং ইউনিটে দাঁত ফোটাতে পারেননি। ফলে ডেভিড ওয়ার্নার (৪১ বলে ৫২), যুবরাজ সিংহ (২৪ বলে ৪২ ন.আ) ও দীপক হুডার (২২ বলে ৩৪) দাপটে ১৯.৪ ওভারেই ১৮০-৩ তুলে জিতে যায় সানরাইজার্স। পাশাপাশি ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফের দরজাতেও প্রায় পৌঁছে গেলেন যুবরাজরা।

বিশাখাপত্তনমে দিনের দ্বিতীয় ম্যাচে আবার ‘ক্রুনাল পাণ্ড্য শো’। মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার ৩৭ বলে ৮৬ রানের ইনিংসে একাই মাতিয়ে দেন। সঙ্গে যোগ্য সঙ্গত ছিল মার্টিন গাপ্টিলের (৪৮)। যার জোরে মুম্বই ২০ ওভারে ২০৬-৪ তোলে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে। জবাবে কুইন্টন ডি’কক (৪০) ছাড়া মুম্বইয়ের বিশাল টার্গেট তাড়া করতে নেমে দিল্লির কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি। ১২৬ রানেই শেষ হয়ে যায় দিল্লির ইনিংস। এই জয়ে মুম্বই ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে উঠে এল তিন নম্বরে।

সংক্ষিপ্ত স্কোর: পঞ্জাব ১৭৯-৪ (আমলা ৯৬), সানরাইজার্স ১৮০-৩ (ওয়ার্নার ৫২, যুবরাদ ৪২ ন.আ)।
মুম্বই ২০৬-৪ (ক্রুনাল ৮৬), দিল্লি ১২৬ (বুমরাহ ৩-১৩)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL2016 SRH MI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE