Advertisement
১১ মে ২০২৪

ওয়ার্নারের জবাব দিতে পারলেন না কোহালিরা

গুজরাতের পর হায়দরাবাদের কাছেও হারল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের ১৯৪-৫ তাড়া করতে গিয়ে ১৫ রানে হেরে গেলেন বিরাট কোহালিরা। চতুর্থ হারের পর সোমবার তাঁদের মুখোমুখি কেকেআর।

নিজস্ব প্রতিবেদন,
শেষ আপডেট: ০১ মে ২০১৬ ০৩:০২
Share: Save:

গুজরাতের পর হায়দরাবাদের কাছেও হারল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের ১৯৪-৫ তাড়া করতে গিয়ে ১৫ রানে হেরে গেলেন বিরাট কোহালিরা। চতুর্থ হারের পর সোমবার তাঁদের মুখোমুখি কেকেআর।

এ বারের আইপিএলে প্রথম রান তাড়া করতে নেমেছিল আরসিবি। আর তাতেই ব্যর্থ তারা। ক্রিস গেইল ও সরফরাজ খানকে মাঠের বাইরে রেখেই এ দিন দল নামান কোহালি। দলে চারটি পরিবর্তন করে আরসিবি। শেষ পর্যন্ত তার মাশুলই দিতে হল তাদের। সানরাইজার্স ব্যাটিংয়ের নিউক্লিয়াস ডেভিড ওয়ার্নারের ব্যাটে এ দিন রানের বন্যা বইতেই তাঁর দলও জয় পেল। এই নিয়ে চতুর্থ জয় তাদের। ওয়ার্নার এ দিন ওপেন করতে নেমে ৫০ বলে ৯২ করেন ন’টি চার ও পাঁচটি ছয় মেরে। কেন উইলিয়ামসনের (৫০) হাফ সেঞ্চুরি। মূলত এই দু’জনের রানের জন্যই হায়দরাবাদ দুশোর কাছাকাছি পৌঁছে যায়। কোহালি এ দিন ১৪-র বেশি করতে পারেননি। লোকেশ রাহুল ৫১ ও এবি ডে’ভিলিয়ার্স ৪৭ করেও শেষরক্ষা করতে পারেননি।

আজ আইপিএলে

গুজরাত লায়ন্স বনাম কিংগস ইলেভেন পঞ্জাব রাজকোট

বিকেল ৪-০০

পুণে সুপারজায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স পুণে

রাত ৮-০০

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2016 gujrat lions royal challengers bengaluru
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE