Advertisement
১৮ মে ২০২৪

ভাস্করদের মামলাকে স্বীকৃতি সুপ্রিম কোর্টের

ফেডারেশনের শুদ্ধকরণের জন্য যে মামলা মনোরঞ্জন ভট্টাচার্য এবং ভাস্কর গঙ্গোপাধ্যায় করেছেন, তার গুরুত্ব আছে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার ভাস্করদের আইনজীবী প্রশান্ত ভূষণ দিল্লি থেকে ফোনে বললেন, ‘‘আর্টিকেল থার্টি টু অনুযায়ী এই মামলাটা গুরুত্বপূর্ণ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৬ ০৩:৫৯
Share: Save:

ফেডারেশনের শুদ্ধকরণের জন্য যে মামলা মনোরঞ্জন ভট্টাচার্য এবং ভাস্কর গঙ্গোপাধ্যায় করেছেন, তার গুরুত্ব আছে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার ভাস্করদের আইনজীবী প্রশান্ত ভূষণ দিল্লি থেকে ফোনে বললেন, ‘‘আর্টিকেল থার্টি টু অনুযায়ী এই মামলাটা গুরুত্বপূর্ণ। তবে সরাসরি সুপ্রিম কোর্ট এই মামলায় হস্তক্ষেপ করতে পারবে না। হাইকোর্ট হয়ে আসতে হবে।’’

প্রসঙ্গত, কিছু দিন আগেই দুই প্রাক্তন তারকা ফুটবলার অভিযোগ করেন, ভারতীয় ফুটবলের ক্ষতি করছে ফেডারেশন। তাঁদের ক্ষোভ, স্পনসরদের চাপে আই লিগকে দেশের দ্বিতীয় সারির টুর্নামেন্ট করে দিতে চাইছে ফেডারেশন। সেখানে আইএসএলকে এক নম্বর টুর্নামেন্টে করার ভাবনা-চিন্তাকে কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা। এ দিন দিল্লিতে গিয়েছিলেন ভাস্কর নিজে। সেখানে থেকে ফোনে তিনি বললেন, ‘‘সুপ্রিম কোর্ট আমাদের বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব দিয়ে শুনেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আমরা এ বার হাইকোর্টে যাব। ফেডারেশন এত টাকা পেয়েও ফুটবলের কোনও উন্নতি করছে না। এগুলো বরদাস্ত করা যায় না।’’ সামনের সপ্তাহে তারা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন ভাস্কর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

AIFF Bhanskar Ganguly Manoranjan Bhattacharjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE