স্যান্ডউইচ খাচ্ছিলেন। হঠাৎই ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এসে বললেন, ‘‘প্যাড পরে নাও। এর পরে ব্যাট করতে নামতে হবে।’’ পাঁচ বছর আগের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে কীভাবে তাঁর ব্যাটিং অর্ডার বদলে দিয়েছিলেন ধোনি, তা ইউটিউবের মাধ্যমে শেয়ার করলেন সুরেশ রায়না।
২০১৫-র বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহালি। তাঁর শতরানের ছায়ায় ঢাকা পড়ে গিয়েছিল রায়নার চোখধাঁধানো ইনিংস। বিশ্বকাপে চার নম্বরে ব্যাট করতে নামছিলেন অজিঙ্ক রাহানে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে ধোনি হঠাৎই ব্যাটিং অর্ডার বদলে দেন রায়নার। পাঁচ নম্বর থেকে চারে পাঠিয়ে দেন বাঁ-হাতিকে। রায়না বলছেন, ‘‘আমি ধোনির সিদ্ধান্ত নিয়ে কোনওদিনই প্রশ্ন তুলিনি। যতদূর মনে পড়ছে, আমি স্যান্ডউইচ খাচ্ছিলাম। সেই সময়ে এমএস এসে বলল, প্যাড পরে নাও। এর পরে ব্যাট করতে যেতে হবে তোমাকে।’’
আরও পড়ুন: ‘বিশ্বকাপের পরে সেরা প্রতিযোগিতা হল আইপিএল’
আরও পড়ুন: পূজারাকে ফেরানোর ওষুধ বের করতে হবে, বললেন অজি তারকা পেসার
সেই সময়ে ক্রিজে ছিলেন কোহালি ও শিখর ধওয়ন। ধওয়ন রান আউট হতেই নেমে পড়েন রায়না। ২৯.৫ ওভারে ভারতের রান তখন ৩ উইকেটে ১৬২। রায়না ক্রিজে নেমে তাঁর সহজাত ব্যাটিং করতে থাকেন। ৫৬ বলে দ্রুত ৭৪ রানের ইনিংস খেলেন। কোহালির সঙ্গে ১১০ রান জোড়েন তিনি। ম্যাচটা ভারত খুব সহজেই ৭৬ রানে জিতে নেয়।
পরে রায়না তাঁর অধিনায়ককে জিজ্ঞাসা করেন, ব্যাটিং অর্ডারে কেন তাঁকে আগে পাঠালেন ধোনি? জবাবে ধোনি বলেছিলেন, ‘‘আমার মনে হয়েছিল লেগ স্পিনারদের বিরুদ্ধে তুমি ভাল খেলবে।’’ ধোনির এই ধুরন্ধর চালে ইয়াসির শাহ উইকেটহীন থেকে যান। রায়না পাক স্পিনারের বিরুদ্ধেই বেশি নির্দয় ছিলেন।