Advertisement
২৭ এপ্রিল ২০২৪

সোনা জিতলেন হিমা, হ্যাটট্রিকে চোখ স্বপ্নার

পাতিয়ালায় ফেডারেশন কাপের হেপ্টাথলন ইভেন্টে সোমবার স্বপ্নার সামনে দুটো লক্ষ্য ছিল। সোনা জেতা এবং দোহায় ২১-২৪ এপ্রিল এশীয় চ্যাম্পিনশিপে দেশের হয়ে নামার ছাড়পত্র।

স্বপ্না বর্মণ।

স্বপ্না বর্মণ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৯ ০৫:২০
Share: Save:

এশীয় পর্যায়ে সোনা জয়ের হ্যাটট্রিক চান স্বপ্না বর্মণ। দোহায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে ছাড়পত্র পাওয়ার পর সোনার মেয়ে পাতিয়ালা থেকে ফোনে বলে দিলেন, ‘‘ভুবনেশ্বরে আগের এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলাম। এরপর এশিয়াডে সোনা জিতেছি। এ বার দোহায় সোনা জিতে এশীয় পর্যায়ে টানা তিনটে সোনা জিততে চাই। এটাই এখন একমাত্র লক্ষ্য আমার।’’

পাতিয়ালায় ফেডারেশন কাপের হেপ্টাথলন ইভেন্টে সোমবার স্বপ্নার সামনে দুটো লক্ষ্য ছিল। সোনা জেতা এবং দোহায় ২১-২৪ এপ্রিল এশীয় চ্যাম্পিনশিপে দেশের হয়ে নামার ছাড়পত্র। দু’টোতেই জলপাইগুড়ির মেয়ে সফল। তবে তাঁর পয়েন্ট ভাল হল না। জাকার্তা এশিয়ান গেমসে করেছিলেন ৬০২৬। এ বার করলেন ৫৯০১। স্বপ্না বলছেন, ‘‘হ্যামস্ট্রিং এ সমস্যা ছিল। তাই গতি বাড়ানোর উপর জোর দিইনি। হাইজাম্পে যা করেছি তার চেয়ে বেশি করতে পারতাম। কলকাতায় দু’বার স্যরের কাছে ট্রায়াল দিয়ে ৫৮০০ করেছি। নিশ্চিত ছিলাম দোহায় যাওয়ার ছাড়পত্র আদায় করে নিতে পারব।’’

এ দিন ৪০০ মিটারে সোনা পেলেও দিনটা ভাল গেল না হিমা দাসের। তিনি সময় করলেন ৫২.৮৮ সেকেন্ড। যা তাঁর জাতীয় রেকর্ড ৫০.৭৯ সেকেন্ডের চেয়ে বেশি। এই ইভেন্টে এশিয়ান চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জনের সময় রাখা ছিল ৫২.৭৫ সেকেন্ড। ফলে আপাতত যোগ্যতা অর্জন হয়নি অসমের মেয়ের। যদিও হিমা আশাবাদী, তাঁর পুরনো ফল বিবেচনা করে এশিয়ান চ্যাম্পিয়নশিপের দলে রাখা হতে পারে তাঁকে। হিমা বলছেন, ‘‘পরীক্ষার জন্য ঠিক মতো অনুশীলন হয়নি। তা ছাড়া পিঠে যন্ত্রণা রয়েছে। এ বার জাতীয় শিবিরে সময় উন্নত করতে হবে।’’

এ দিন ১৫০০ মিটারে ত্রিবেণীর মেয়ে লিলি দাশ রুপো পেলেন। করলেন ৪ মিনিট ২৩.৮৪ সেকেন্ড। তামিলনাড়ুর গোমতী মারমুথু সোনা জিতলেন চার মিনিট ২৩.৬২ সেকেন্ড সময় করে। গোমতী ও লিলি দু’জনেই দোহা যাওয়ার ছাড়পত্র পেলেন।

তিন হাজার মিটার স্টিপলচেজ ইভেন্টে গত সেপ্টেম্বরে নতুন রেকর্ড গড়েছিলেন (৮.২৯.৮০) সেনাবাহিনীর হাবিলদার অবিনাশ সাবলে। এ দিন সেই রেকর্ড ভেঙে নতুন জাতীয় রেকর্ড (৮.২৮.৯৪) গড়েন সাবলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Athletics Swapna Barman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE