আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় বোলিংয়ের ওপর জোর দিচ্ছে বাংলা। দলের বোলিং কোচ রণদেব বসুর বক্তব্যেই সেটি পরিষ্কার। তাঁর মতে, ব্যাটসম্যানরা যত রানই করুক না কেন, দলের জেতা বা হারা পুরোটাই নির্ভর করছে বোলারদের ওপর।
রবিবার রণদেবের বক্তব্যের ভিডিয়ো টুইটারে পোস্ট করেছে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। সেখানে রণদেব বলেছেন, ‘‘আসল হল বোলারদের পারফরম্যান্স। কারণ যে ধরণের ক্রিকেটই হোক না কেন, দিনের শেষে বোলাররাই ম্যাচ জেতায়। একটা দল যত রানই করুক না কেন, সেটা বোলারদেরই ডিফেন্ড করতে হবে। আগে বল করলে কম রানে বিপক্ষকে আটকে রাখতে হবে।’’
বাংলা দলের অনুশীলন নিয়ে তিনি বলেন, ‘‘আমরা বিশেষ জোর দিয়েছি স্লগ ওভার বোলিংয়ের ওপর। তাছাড়া শুরুতে কী করে উইকেট তুলে নেওয়া যায়, তার জন্যও আমরা বিশেষভাবে প্র্যাকটিস করছি।’’ ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে নেট বোলার হিসেবে যাওয়া ইশান পোড়েল চোট পেয়ে দেশে ফিরে এসেছেন। তাঁর ব্যাপারেও আশার কথা শুনিয়েছেন রণদেব। বলেন, ‘‘এর মধ্যে সবথেকে ভাল খবর হল ইশান দ্রুত সুস্থ হয়ে উঠছে। ও খুব শিঘ্রই আমাদের দলের সঙ্গে যোগ দেবে। আমরা ওকে পাব ভেবেই পরিকল্পনা করছি।’’