ওড়িশাকে ৯ উইকেটে অনায়াসে হারিয়ে অধিনায়ক হিসেবে জয় দিয়ে শুরু করলেন অনুষ্টুপ মজুমদার। সৌজন্যে ঈশান পোড়েলের আগুনে বোলিং। আর তাঁকে যোগ্য সঙ্গত দিলেন বাকি দুই পেসার মুকেশ কুমার ও আকাশ দীপ। গত মরসুমে সব ফরম্যাটে দাপুটে বোলিং করেছিলেন এই ত্রয়ী। কোভিড পরবর্তী সময় সেই একই ঝাঁজ নিয়ে নতুন মরসুম শুরু করলেন তাঁরা। তাঁদের বিধ্বংসী পেস বোলিংয়ের দাপটে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় ওড়িশার ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১১৪ রান তুলে, ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় বঙ্গ ব্রিগেড। ৫৪ রানে অপরাজিত থাকেন বিবেক সিংহ। একইসঙ্গে এই ম্যাচে অভিষেক ঘটিয়ে নজর কাড়েন তরুণ ডানহাতি ব্যাটসম্যান শুভঙ্কর বল। ৩৪ রানে অপরাজিত থাকার পাশাপাশি ফিল্ডিংয়েও নজর কাড়েন।
রবিবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অনুষ্টুপ। ২২ গজে ঘাস থাকায় তিন পেসার খেলিয়ে দেন কোচ অরুণ লাল। ইনিংসের গোড়া থেকেই বিপক্ষকে চাপে রাখতে শুরু করেন ঈশান ও মুকেশ। রাজেশ ধুপার (৩৭) ও অঙ্কিত যাদবকে (৩২) ফিরিয়ে মিডল অর্ডারে ভাঙন ধরান আকাশ। ফলে মাত্র ১১৩ রানে শেষ হয়ে যায় ওড়িশার ইনিংস। ঈশান ২৬ রানের বিনিময়ে ৪ এবং আকাশ ও মুকেশ ২টি করে উইকেট নিয়েছেন।
আরও খবর: বর্ণবৈষম্য ইস্যু নিয়ে রাহানে, সিরাজদের কাছে ক্ষমা চেয়ে নিল অস্ট্রেলিয়া
আরও খবর: দূরে বসেও ফুঁসছেন কোহালি, ঘৃণা উগরে দিলেন ল্যাঙ্গারও