Advertisement
২৫ এপ্রিল ২০২৪
T natarajan

অস্ট্রেলিয়ায় একসঙ্গে তিন ফরম্যাটেই অভিষেক, রহস্য ফাঁস করলেন নটরাজন

প্রথম টেস্টে নেমেই মাতিয়ে দিয়েছিলেন নটরাজন। ইয়র্কার দেওয়ার ক্ষমতা ছাড়াও তাঁর গতিতে কেঁপে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।

বাঁ হাতি পেসার হওয়াই সাফল্যের কারণ, মনে করছেন নটরাজন। ছবি টুইটার

বাঁ হাতি পেসার হওয়াই সাফল্যের কারণ, মনে করছেন নটরাজন। ছবি টুইটার

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ১৭:৪১
Share: Save:

অধিনায়ক বিরাট কোহালি বরাবরই বলে এসেছেন, ভারতীয় দলে বাঁ হাতি পেসারের গুরুত্বের কথা। তামিলনাড়ুর পেসার টি নটরাজন মনে করছেন, অস্ট্রেলিয়ায় তিন ফরম্যাটে তাঁর অভিষেক হওয়ার পিছনে রয়েছে এটাই।

রবিবার নটরাজন বলেছেন, “আমার অনুশীলন এবং কোচেদের সহযোগিতার কারণেই তিন ফরম্যাটেই অভিষেক হয়েছে। কোন ফরম্যাটে কী শক্তি আমার, সেটা ওরা ভালই জানেন। পাশাপাশি বাঁ হাতি হওয়ারও একটা সুবিধা রয়েছে।”

প্রথম টেস্টে নেমেই মাতিয়ে দিয়েছিলেন নটরাজন। ইয়র্কার দেওয়ার ক্ষমতা ছাড়াও তাঁর গতিতে কেঁপে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। অভিষেক টেস্টেই মার্নাস লাবুশানে এবং ম্যাথু ওয়েডের মতো উইকেট তুলে নেন নটরাজন।

নার্ভাস থাকলেও ভয় কেটে যাওয়ার পিছনে নটরাজন কৃতিত্ব দিয়েছেন রাজ্য দলের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে। বলেছেন, “আমরা দু’জনে তামিলনাড়ু এবং তামিলনাড়ু প্রিমিয়ার লিগে একসঙ্গে অনেক ম্যাচ খেলেছি। আমার খুব ভাল বন্ধু। সবসময় আমাকে নাট্টু বলে ডাকে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BCCI Virat Kohli Ravichandran Ashwin T natarajan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE