শেষ দল হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠল বাংলাদেশ। চূড়ান্ত হয়ে গেল সুপার এইটের আটটি দল। ভারত, বাংলাদেশ ছাড়াও শেষ আটে জায়গা করে নিয়েছে আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ়, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান।
সুপার এইটের আটটি দল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে চূড়ান্ত হয়ে গিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই পর্বের সূচিও। সুপার এইট পর্বে গ্রুপ ১-এ আছে ভারত। বাকি তিনটি দল হল আফগানিস্তান, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। গ্রুপ ২-এ আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ় এবং আমেরিকা। সুপার এইট পর্বে ভারতের প্রথম ম্যাচ ব্রিজটাউনে ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে। ভারতীয় সময় রাত ৮টায় শুরু হবে খেলা। রোহিত শর্মাদের দ্বিতীয় প্রতিপক্ষ বাংলাদেশ। নর্থ সাউন্ডে ২২ জুন রাত ৮টায়। তৃতীয় ম্যাচ ২৪ জুন গ্রস আইলেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই ম্যাচও শুরু হবে ভারতীয় সময় রাত ৮টায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের সূচি। গ্রাফিক: সৌভিক দেবনাথ।
এ ছাড়া ভারতের গ্রুপে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ ২১ জুন সকাল ৬টায়। আফগানিস্তান-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে ২৩ জুন সকাল ৬টায়। আফগানিস্তান-বাংলাদেশ মুখোমুখি হবে ২৫ জুন সকাল ৬টায়।
আরও পড়ুন:
গ্রুপ ২-এর ম্যাচগুলি হল, ১৯ জুন দক্ষিণ আফ্রিকা-আমেরিকা, রাত ৮টা। ২০ জুন ওয়েস্ট ইন্ডিজ়-ইংল্যান্ড সকাল ৬টা। ২১ জুন ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা রাত ৮টা। ২২ জুন ওয়েস্ট ইন্ডিজ়-আমেরিকা, সকাল ৬টা। ২৩ জুন ইংল্যান্ড-আমেরিকা রাত ৮টা। ২৪ জুন ওয়েস্ট ইন্ডিজ়-দক্ষিণ আফ্রিকা সকাল ৬টা।