Advertisement
E-Paper

শুরুতেই হোঁচট খাওয়া থেকে বাঁচল ওয়েস্ট ইন্ডিজ়, ম্যাচ জেতালেন কেকেআরের রাসেলই

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ়। তারা হারিয়ে দিল পাপুয়া নিউ গিনিকে। ৫ উইকেটে জিতলেন আন্দ্রে রাসেলেরা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৪ ২৩:২৯
Andre Russell

আন্দ্রে রাসেল। —ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ়। তারা হারিয়ে দিল পাপুয়া নিউ গিনিকে। ৫ উইকেটে জিতলেন আন্দ্রে রাসেলেরা।

প্রথমে ব্যাট করতে নেমে বেশ চাপে পড়ে যায় পাপুয়া নিউ গিনি। দ্বিতীয় ওভারেই উইকেট হারায় তারা। পরের ওভারেই দ্বিতীয় উইকেট পড়ে। রোমারিয়ো শেফার্ড এবং আকিল হোসেন তুলে নেন পাপুয়া নিউ গিনির টনি উরা এবং লেগা সিয়াকার উইকেট। অধিনায়ক আসাদ ভালা ২২ বলে ২১ রান করেন। তিনি ক্রিজ়ে টিকে থাকার চেষ্টা করছিলেন। কিন্তু আলজারি জোসেফ তাঁর উইকেট তুলে নেন।

১৩৬ রানে শেষ হয়ে যাওয়া পাপুয়া নিউ গিনির হয়ে অর্ধশতরান করেন সেসে বাউ। তিনি ৪৩ বলে ৫০ রান করেন। তাঁর উইকেটটি নেন জোসেফ। নিয়মিত ব্যবধানে উইকেট পড়ায় খুব বেশি রান করতে পারেনি পাপুয়া নিউ গিনি। তবে শেষবেলায় ১৮ বলে ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন উইকেটরক্ষক কিপলিন ডোরিগা। তিনি লড়াইয়ে রাখেন দলকে।

রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ়। প্রথম বলেই আউট হয়ে যান জনসন চার্লস। এর পর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ ছিল কিছু ক্ষণ। ম্যাচ আবার শুরু হলে ওপেনার ব্র্যান্ডন কিং এবং নিকোলাস পুরান মিলে ৫৩ রান যোগ করেন। তাঁদের ইনিংসের সময় মনে হচ্ছিল সহজেই ম্যাচ জিতবে ক্যারিবিয়ান দল। পুরান (২৭) এবং কিং (৩৪) ফিরতেই চাপ তৈরি হয়। রভমন পাওয়েল মাত্র ১৫ রান করে আউট হয়ে যান। শেরফান রাদারফোর্ড মাত্র ২ রান করেন। কপালে চিন্তার ভাঁজ তত ক্ষণে ওয়েস্ট ইন্ডিজ় শিবিরে।

তবে রাসেল মাঠে নেমেই ছক্কা হাঁকান। তাতেই সব চাপ কেটে যায়। রস্টন চেজ়কে (৪২ রানে অপরাজিত) সঙ্গী করে ম্যাচ জেতালেন রাসেল (১৫ রানে অপরাজিত)।

T20 World Cup 2024 West Indies Papua New Guinea
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy