প্রো কবাডি লিগের দ্বিতীয় দিনের নিলামে সে রকম বড় কোনও চমক না দেখালেও দল নিয়ে খুশি বেঙ্গল ওয়ারিয়র্সের কোচ বি সি রমেশ।
প্রথম দিন ইরানের অলরাউন্ডার মহম্মদ ইসমাইল নবিবক্সকে ৭৭.৭৫ লক্ষ টাকায় দলে সই করানোর পরে বড় কোনও নামের পিছনে ছোটেনি বেঙ্গল ওয়ারিয়র্স। তার কারণ কী সেটাও জানালেন তিনি। রমেশের মন্তব্য, ‘‘আসলে বড় নামের পিছনে কোটি টাকা খরচ করতে গেলে দলের চাহিদা মতো আর কোনও খেলোয়াড় সই করাতে পারতাম না আমরা। কারণ একটা দল নিলামে ৪.৪ কোটির বেশি খরচ করতে পারবে না। তা ছাড়া দু’জন খেলোয়াড়কে আমরা ধরে রেখেছি। আর বাকি যে রকম খেলোয়াড় প্রয়োজন ছিল তাদের সই করাতে পেরেছি।’’
গত বার চ্যাম্পিয়ন বেঙ্গালুরু বুলসের কোচ রমেশ এ বার ওয়ারিয়র্সে এসে প্রথমেই তুলে নেন ইরানের অলরাউন্ডার নবিবক্সকে। যিনি এ বারই অভিষেক করবেন প্রো কবাডি লিগে। তাঁকে দলে নেওয়ার নেপথ্যে কী কৌশল ছিল, সেটাও ফাঁস করেন তিনি। ‘‘আমি নবিবক্সের খেলার ভিডিয়ো দেখেই দলে নিয়েছি। ওকে আমরা আক্রমণ বিভাগের খেলোয়াড় হিসেবে ব্যবহার করব।’’ নবিবক্স ছাড়া এ বারের নিলামে কে প্রাপঞ্জন এবং জীব কুমারকে যথাক্রমে ৫৫.৫ এবং ৩১ লক্ষ টাকায় সই করিয়েছে ওয়ারিয়র্স। সব মিলিয়ে ১৯ জনের দল এ বার ওয়ারিয়র্সের। তবে বাংলার কোনও খেলোয়াড় নেই দলে। কেন বাংলা থেকে খেলোয়াড় উঠে আসছে না? ওয়ারিয়র্স কোচ বলছেন, ‘‘এখন যে কোনও খেলাতেই ফিটনেসের গুরুত্ব অপরিসীম। বিরাট কোহালিকেই দেখুন। কোথায় নিয়ে গিয়েছে ফিটনেসকে। বাংলাতেও প্রচুর ভাল খেলোয়াড় রয়েছে। আমার ধারণা, ফিটনেস নিয়ে সচেতনতা আরও বাড়লে বাংলা থেকেও আরও খেলোয়াড় উঠে আসবে।’’