Advertisement
০৩ মে ২০২৪

হোলির আবহে স্মিথের চিন্তা ছ’নম্বর

হোলির দিনে আরও বেশি রঙিন হয়ে উঠল রাঁচী। যখন সকালে অস্ট্রেলিয়া টিম আর বিকেলের মধ্যে বিরাট কোহালিরা পৌঁছে গেলেন এখানে।

শুভযাত্রা: তৃতীয় টেস্ট খেলতে রাঁচীর পথে ঋদ্ধিমান। ছবি: সুমন বল্লভ

শুভযাত্রা: তৃতীয় টেস্ট খেলতে রাঁচীর পথে ঋদ্ধিমান। ছবি: সুমন বল্লভ

আর্যভট্ট খান
রাঁচী শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৭ ০৩:৪৪
Share: Save:

হোলির দিনে আরও বেশি রঙিন হয়ে উঠল রাঁচী। যখন সকালে অস্ট্রেলিয়া টিম আর বিকেলের মধ্যে বিরাট কোহালিরা পৌঁছে গেলেন এখানে।

রাঁচীর প্লেন ধরার আগে হোলি নিয়ে টুইটারে পোস্ট করেছিলেন কোহালি। যেখানে ভারত অধিনায়ক লিখেছেন, ‘‘হোলির দিনে রং খেলার পাশাপাশি একটা জিনিস মাথায় রাখতে হবে। যেন কোনও ভাবেই রাস্তার পশুদেরকে কষ্ট না দেওয়া হয়।’’ হোলি-পর্বের সঙ্গে সঙ্গে উত্তাপ বাড়ছে ক্রিকেট নিয়েও। স্টিভ স্মিথের নেতৃত্বে সোমবার বেলা সাড়ে এগারোটার বিমানে চলে আসেন অস্ট্রেলীয় ক্রিকেটাররা। একই বিমানে ছিলেন ভারতীয় কোচ অনিল কুম্বলে, চেতেশ্বর পূজারা এবং কেএল রাহুলও। কোহালি আসেন বিকেলে।

হোলির আবহেও দেখা গেল যথেষ্ট সতর্ক অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তাঁদের জন্য নানা ধরনের আয়োজন করেছিল হোটেল কর্তৃপক্ষ। কিন্তু জানা গিয়েছে, অস্ট্রেলীয় ক্রিকেটাররা আবিরের তিলক লাগানোর ছাড়া আর বিশেষ কিছু করেননি। বরং ভারতীয় ক্রিকেটাররা আর একটু বেশি মেতেছিলেন রঙের উৎসবে।

আরও পড়ুন: কোহালিদের সঙ্গে বেতন বাড়তে পারে কোচেদেরও

অস্ট্রেলীয়দের চিন্তায় এখন ছয় নম্বর। মিচেল মার্শ ফিরে যাওয়ার পরে ওই জায়গায় এখন কাকে খেলানো হবে, তা নিয়েই চিন্তা অস্ট্রেলিয়ার। দু’টো নাম ঘোরাফেরা করছে। সদ্য আসা মার্কাস স্টয়নিস এবং গ্লেন ম্যাক্সওয়েল। কাকে এখন স্মিথদের পছন্দ হয়, সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Australia Batting position India Test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE