Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দ্বিতীয় ম্যাচ সহজে জিতে সিরিজ ধোনিদের

টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও, দেড়শোর আশেপাশে তাদের আউট করে দাও, তার পর হাসতে হাসতে সেই রান তুলে জেতো— ভারতের চলতি জিম্বাবোয়ে সফরে যদি কোনও থিম থেকে থাকে, তো এটাই। প্রথম ম্যাচ সহজে জেতার পরে এ দিন দ্বিতীয় ম্যাচও আট উইকেটে জিতল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। পাশাপাশি তিন ম্যাচের সিরিজও ২-০ জিতে নিল।

সংবাদ সংস্থা
হারারে শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৯:৩০
Share: Save:

টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও, দেড়শোর আশেপাশে তাদের আউট করে দাও, তার পর হাসতে হাসতে সেই রান তুলে জেতো— ভারতের চলতি জিম্বাবোয়ে সফরে যদি কোনও থিম থেকে থাকে, তো এটাই।

প্রথম ম্যাচ সহজে জেতার পরে এ দিন দ্বিতীয় ম্যাচও আট উইকেটে জিতল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। পাশাপাশি তিন ম্যাচের সিরিজও ২-০ জিতে নিল। দেশের দ্বিতীয় সারির এই টিমের সাফল্যে নির্বাচকদের খুশি হওয়ার কথা। যদিও জিম্বাবোয়ে সফর আপাতত ভারতের দিকে কোনও বড় চ্যালেঞ্জই ছুড়ে দিতে পারেনি।

হারারে স্পোর্টস ক্লাবে আগে ব্যাট করে এ দিন মাত্র ১২৬ রানে আউট হয়ে যায় জিম্বাবোয়ে। চার নম্বরে নামা ভুসি সিবান্দার ৫৩ ছাড়া রান পাননি কেউই। শুধু তাই নয়, জঘন্য সব শট খেলে পরপর আউট হয়ে গিয়েছেন তাঁরা। সব মিলিয়ে ৩৪.৩ ওভারের বেশি টেকেনি জিম্বাবোয়ের ইনিংস। বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্পিনার যুজবেন্দ্র চাহাল তিনটে উইকেট নিয়েছেন মাত্র ২৫ রান দিয়ে। তিনিই ম্যাচের সেরা। দুটো করে উইকেট পেয়েছেন বারিন্দর স্রান এবং ধবল কুলকার্নি। জবাবে ব্যাট করতে নেমে কোনও সময়ই চাপের মুখে প়ড়েনি ভারত। ওয়ান ডে অভিষেকে সেঞ্চুরি করা লোকেশ রাহুল এ দিন ৩৩ করেন। সর্বোচ্চ রান অম্বাতি রায়ডুর। ৪৪ বলে অপরাজিত ৪১ করেন তিনি। যার মধ্যে রয়েছে সাতটা বাউন্ডারি। লোকেশের সঙ্গে ওপেন করতে নামা করুণ নায়ার করেন ৩৯। সব মিলিয়ে মাত্র ২৬.৫ ওভারে জয়ের রান তুলে দেয় ভারত।

সিরিজ জিতে উঠে ধোনি বলেন, ‘‘প্রথম ম্যাচের তুলনায় আজকের এই পারফরম্যান্স কিছুটা আলাদা ছিল। পিচটাও সামান্য অন্য রকম ছিল। প্রথম দশ ওভারে জিম্বাবোয়ে যে কিছু শট খেলেছে, তাতে বোঝা যায় তখন বল ভাল ব্যাটে আসছিল। তার পরেও ওদের এত কম রানে আটকে রাখাটা আমাদের বোলারদের কৃতিত্ব। আমি ভেবেছিলাম ওরা দুশো করে দেবে।’’ সঙ্গে যোগ করছেন, ‘‘সবচেয়ে জরুরি হল ম্যাচ জেতা। আমাদের ব্যাটিং যে কতটা পেশাদার, আজ সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। পরের ম্যাচে কোনও বদল হবে কি না, সঞ্জয় বাঙ্গারের সঙ্গে বসে ঠিক করব। একজন বোলারকে বিশ্রাম দিতে পারি।’’

ম্যাচের সেরা চাহাল বলে দিচ্ছেন, ‘‘উইকেট কিছুটা স্লো ছিল। এখানে বল করাটা উপভোগ করেছি। প্রথম ম্যাচে আমার বিরুদ্ধে ব্যাটসম্যানরা ঝুঁকি নিচ্ছিল না। আজ আমাকে আক্রমণ করল তাই আমিও উইকেট তুলে নিতে পেরেছি। মাহি ভাই বলে দিচ্ছিলেন কী ভাবে বল করতে হবে।’’

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবোয়ে ১২৬ (সিবান্দা ৫৩, চাহাল ৩-২৫)
ভারত ১২৯-২ (রায়ডু ৪১ ন.আ.)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ODI Series MS Dhoni Team India Zimbabwe
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE