শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে টানা ন’টি সিরিজ জেতার নজির গড়েছে ভারত। ফলে সেলিব্রেশন হবে সেটা জানাই ছিল। কিন্তু, সেই সেলিব্রেশনের আনন্দ দ্বিগুণ করে দিলেন রবীন্দ্র জাডেজা। আজ জাডেজার ২৯তম জন্মদিন।
দল সিরিজ জিতে ড্রেসিংরুমে ফিরতেই বার্থ ডে বয় জাড্ডুকে নিয়ে পার্টি শুরু করে দেয় টিম ইন্ডিয়া। ড্রেসিংরুমেই কেক কাটেন সৌরাষ্ট্রের এই ক্রিকেটার।
আরও পড়ুন: নয়া নজির ভারতের, পন্টিংকে ছুঁলেন বিরাট
আরও পড়ুন: শ্রীলঙ্কার দুরন্ত লড়াইয়ে দিল্লি টেস্ট ড্র
জাডেজার কেক কাটার ভিডিও এ দিন টুইট করে বিসিসিআই। কেক কাটার সময় সতীর্থ থেকে টিম ম্যানেজম্যান্ট সকলেই হাজির ছিলেন বার্থ ডে বয়ের পাশে। কেক কাটার পর খুনসুঁটিও চলে জাডেজাকে নিয়ে। বিরাট কোহালি থেকে রোহিত শর্মা সকলে ঘিরে ধরে কেক মাখাতে থাকেন জাডেজাকে। সতীর্থদের সঙ্গে জন্মদিন পালন করে খুশি জাডেজাও
Another day and another birthday celebration in the dressing room. @imjadeja hope you loved the 🎂. pic.twitter.com/CMvDHYR9Vj
— BCCI (@BCCI) December 6, 2017