রোহিত শর্মাদের নিয়ে বিতর্কের মাঝেই পুরোদমে চলছে ভারতীয় ক্রিকেটারদের অনুশীলন। মেলবোর্নে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পরে এ বার অজিঙ্ক রাহানেদের সামনে সিডনির চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ সামলাতে যে তাঁরা তৈরি, তা দ্বিতীয় টেস্টে জয়ের পরেই পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাডেজারা।
শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড টুইটারে মেলবোর্নে দলের ক্রিকেটারদের অনুশীলনের এক ভিডিয়ো পোস্ট করে। যেখানে দেখা যাচ্ছে, ফিল্ডিং অনুশীলন চলছে ক্রিকেটারদের। দু’টো গ্রুপ করে দু’ধরনের ফিল্ডিং অনুশীলন করা হয়। প্রথমে দেখা যায়, ফিল্ডিং কোচ ব্যাট দিয়ে বল মেরে পাঠাচ্ছেন আউটফিল্ডে। আর এক এক জন করে ক্রিকেটার এসে সেই বল ধরে ছুড়ে পাঠাচ্ছেন কোচের গ্লাভসে। কোচ আবার পরক্ষণেই সেই বল মেরে পাঠাচ্ছেন আর এক জন ফিল্ডারের কাছে।
এর পরে দেখা যায় রিলে পদ্ধতিতে চলছে ফিল্ডিং অনুশীলন। প্রথমে এক জন ক্রিকেটার বল ধরে ছুড়ে দিচ্ছেন আর এক জনের দিকে। তিনি আবার সেই বল ফেরত পাঠাচ্ছেন কোচের গ্লাভসে। কোচ আবারও বল মারছেন অন্য এক জনের দিকে। সে আবার তুলে দিচ্ছে আর এক ফিল্ডারের হাতে। এ ভাবেই কিছুটা সময় চলে রিলে পদ্ধতির ফিল্ডিং অনুশীলন।