Advertisement
০২ মে ২০২৪
Kedar Jadhav

মুম্বইতে দলে ফিরছেন কেদার, দুশ্চিন্তা ধোনির ফর্ম

বিরাট-নিভর্রতার আড়ালে লুকিয়ে রাখা যাচ্ছে না মিডল অর্ডারের ব্যর্থতাকে। চার থেকে ছয় নম্বর স্লট নিয়ে বাড়ছে উদ্বেগ। সঠিক ভারসাম্যের খোঁজে তাই টিম ইন্ডিয়া।

ধোনি কি ভরসা দিতে পারবেন ব্যাট হাতে? ছবি: এএফপি।

ধোনি কি ভরসা দিতে পারবেন ব্যাট হাতে? ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ১৭:৩৪
Share: Save:

প্রথম ম্যাচে জয়। দ্বিতীয় ম্যাচে টাই। তৃতীয় ম্যাচে পরাজয়। পাঁচ ম্যাচের সিরিজ এখন ১-১। ওয়েস্ট ইন্ডিজ যে এত চাপে ফেলতে পারে ভারতকে, ভাবনার বাইরে ছিল ক্রিকেটমহলের। মুম্বইয়ে সোমবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে তাই কঠিন পরীক্ষায় বিরাট কোহালির ভারত। পরীক্ষায় মহেন্দ্র সিংহ ধোনিও।

স্বয়ং ভারত অধিনায়ক যদিও রয়েছেন দুরন্ত ছন্দে। তিনটি একদিনের ম্যাচেই করে ফেলেছেন সেঞ্চুরি। কিন্তু তা জয় আনেনি শেষ দুই ম্যাচে। বরং বিরাট-নিভর্রতার আড়ালে লুকিয়ে রাখা যাচ্ছে না মিডল অর্ডারের ব্যর্থতাকে। চার থেকে ছয় নম্বর স্লট নিয়ে বাড়ছে উদ্বেগ।

সোমবার অবশ্য প্রথম এগারোয় ফিরছেন সুস্থ হয়ে ওঠা কেদার যাদব। ঋষভ পন্থের জায়গায় হয়তো খেলবেন তিনি। সেক্ষেত্রে নামবেন পাঁচ বা ছয়ে। মহেন্দ্র সিংহ ধোনি ইদানিং রানের মধ্যে নেই। তাঁর ব্যাটিং বরং চিন্তায় রাখছে। এমনিতেই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে তাঁকে ছেঁটে ফেলা হয়েছে বলে খবর প্রচারিত হচ্ছে। বাদ বা বিশ্রাম, যাই হোক না কেন, এমএসডি মোটেই আগের মেজাজে নেই। যতই ক্যাচ ধরুন অবিশ্বাস্য ভঙ্গিতে, ব্যাটে ম্যাচ জেতাতে পারছেন না তিনি। তবে তাঁকে বিশ্বকাপের ভাবনায় রেখেই এগোতে চাইছেন জাতীয় নির্বাচকরা।ধোনির বিকল্প হিসেবে যাঁকে গড়ে তোলা হচ্ছে, সেই ঋষভও আবার ক্রিজে বড় রান করতে পারছেন না। ক্রিজে সেট হয়ে গিয়েও আউট হচ্ছেন।

আরও পড়ুন: অ্যাশলে নার্স কেন 'বাবাজি কা থুল্লু' নাচলেন জানেন?​

আরও পড়ুন: ১২০টা সেঞ্চুরি করতেই হবে, বিরাটকে টার্গেট বেঁধে দিলেন শোয়েব​

পুণেয় পরাজয়ের পর কোহালি স্বীকার করে নিয়েছিলেন দলে ভারসাম্যের অভাবের কথা। শনিবার যে ভারতের লেজ লম্বা ছিল, তা মেনে নিয়েছেন তিনি। সোমবার তাই পুরো শক্তির দল নিয়েই সম্ভবত নামছে ভারত। অর্থ্যাত্, সাতে দেখা যাবে অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে। বাদ পড়ার কথা বাঁ-হাতি পেসার খলিল আহমেদের। কেদার এলে বোলিংয়ে বাড়বে ভারসাম্য। ছয় নম্বর বোলারের ভূমিকায় যথেষ্ট নির্ভরযোগ্য তিনি। মাঝের ওভারে উইকেট নেওয়ার প্রবণতাও রয়েছে তাঁর। কিন্তু, শুধু বোলার হিসেবে ভরসা দিলেই চলবে না। ব্যাট হাতে মিডল অর্ডারকে নির্ভরতা জোগানোই কেদারের আসল দায়িত্ব। অম্বাতি রায়াডু, ঋষভ, ধোনিরা যা পারেননি, সেটাই করতে হবে তাঁকে। সমস্যা হল, কেদারের ঘনঘন চোট পাওয়ার প্রবণতা রয়েছে। আর এটাই আশঙ্কায় রাখছে নির্বাচকদের।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE