Advertisement
১৮ মে ২০২৪
PV Sindhu

সিন্ধুকে সব রকম সাহায্যের আশ্বাস তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর

বুধবার হায়দরাবাদে পৌঁছে বাবা, মা এবং কোচ গোপীচন্দের সঙ্গে চন্দ্রশেখরের সরকারি বাসভবনে পৌঁছন সিন্ধু।

তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর সঙ্গে পিভি সিন্ধু। ছবি: পিটিআই

তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর সঙ্গে পিভি সিন্ধু। ছবি: পিটিআই

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৯ ১০:২৩
Share: Save:

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর থেকে শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন পি ভি সিন্ধু। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ইতিমধ্যেই ১০ লক্ষ টাকার চেক পুরস্কার হিসাবে তুলে দিয়েছেন বিশ্বজয়ী শাটলারকে। বিশ্ব মঞ্চে ভারতকে গর্বিত করার জন্য সিন্ধুর ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার সিন্ধুকে আগামী টুর্নামেন্টের প্রস্তুতির জন্য সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

বুধবার হায়দরাবাদে পৌঁছে বাবা, মা এবং কোচ গোপীচন্দের সঙ্গে চন্দ্রশেখরের সরকারি বাসভবনে পৌঁছন সিন্ধু। শাল এবং ফুলের তোড়া দিয়ে সোনার মেয়েকে স্বাগত জানান তেলঙ্গানার মুখ্যমন্ত্রী। এর পরেই তাঁকে সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি।

বিশ্বচ্যাম্পিয়ন শাটলার প্রসঙ্গে চন্দ্রশেখর বলেন, “কঠিন পরিশ্রম, মনোযোগ আর একাগ্রতার জন্যই আজ ও এই জায়গায় পৌঁছেছে। এই সাফল্যের পিছনে ওঁর বাবা মা এবং কোচের অবদানও অনস্বীকার্য।”

আরও পড়ুন: এ ভাবেই ওয়ার্কআউট করেন সিন্ধু! ভিডিয়ো দেখলে চমকে যাবেন

আরও পড়ুন: ভাল কোচ নেই, আক্ষেপ গোপীর

সুইৎজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নের ফাইনালে জাপানি শাটলার নজোমি ওকুহারাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসাবে এই অনন্য নজির গড়েন পি ভি সিন্ধু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Badminton PV Sindhu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE