Advertisement
১৯ মে ২০২৪
India vs England

আন্ডারডগ ইংল্যান্ড, ভারতের সামনে একনম্বর স্থান ধরে রাখার লড়াই

হিসেবের খাতায় লড়াইটা সমানে সমানে নয় মোটেও। কিন্তু মাঠের লড়াই কখন বদলে যায় কেউ বলতে পারে না। বুধবার থেকেই রাজকোটে শুরু হয়ে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। মাঠের বাইরের লড়াই আপাতত মিটিয়ে খেলতে নামছে দুই দল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৬ ২১:৫৬
Share: Save:

হিসেবের খাতায় লড়াইটা সমানে সমানে নয় মোটেও। কিন্তু মাঠের লড়াই কখন বদলে যায় কেউ বলতে পারে না। বুধবার থেকেই রাজকোটে শুরু হয়ে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। মাঠের বাইরের লড়াই আপাতত মিটিয়ে খেলতে নামছে দুই দল। এমন অবস্থায় ভারতের সামনে এক নম্বর স্থান ধরে রাখার লড়াই। ইংল্যান্ডের লক্ষ্য সাফল্যের পথে ফেরা। কেউ যে এক ইঞ্চিও জমি ছাড়বে না তা বলাই বাহুল্য। রাজকোটের অভিষেক মাঠে ভারত-ইংল্যান্ড সিরিজ ঘিরে তাই টানটান উত্তেজনার আবহ। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ রেকর্ড খুব একটা ভাল নয় ভারতের। সেটাই এ বার নিজেদের দিকে ঘোরানোর পালা। সেই সাফল্যের সময়ের অনেকেই এই ইংল্যান্ড দলে নেই। যে গ্রেম সোয়ান ও মন্টি পানেসারের স্পিনে বাজিমাত করেছিল ইংল্যান্ড তাঁরাও নেই দলে। চোটের জন্য নেই দলের সর্বোচ্চ উইকেট নেওয়া জেমস অ্যান্ডারসন। যেখানে স্পিন আক্রমণই ভারতের মূল অস্ত্র।

বাংলাদেশের কাছে দুই ম্যাচের সিরিজের একটি হেরে ভারতে পা রেখেছে ইংল্যান্ড। ভারতে এসে কোনও ওয়ার্ম আপ ম্যাচ খেলেনি ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে নিজেদের আন্ডারডগই মনে করছে ইংল্যান্ড। এটাই আবার অ্যালেস্টার কুক ও স্টুয়ার্ট ব্রডের শততম ম্যাচ। কোহালির সামনেও অন্য চ্যালেঞ্জ। ইংল্যান্ডের বিরুদ্ধে কোহালির ব্যাটিং রেকর্ড তেমন ভাল নয়। কোচ অনিল কুম্বলে দলের কাছে একটাই আর্জি, ‘‘পরিকল্পনা অনুযায়ী খেল। ঠিক যে ভাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলে ৩-০ করেছিল ভারত।’’ ভারতে এটাই প্রথম টেস্ট সিরিজ যেখানে ডিআরএস ব্যবহার করা হতে পারে। একসময় যার বিরুদ্ধে ছিল বিসিসিআই।

এই টেস্টে ভারতীয় দলের নজর থাকবে স্থানীয় চেতেশ্বর পূজারা ও রবীন্দ্র জাদেজার দিকে। ঘরের মাঠে, ঘরের সমর্থকদের সামনে নিজেদের সেরাটাই দিতে চাইবেন তাঁরা। চোটের জন্য দলে নেই নিয়মিত খেলা তিন ব্যাটসম্যান। সেখানে যুক্ত হয়েছেন গৌতম গম্ভীর। নতুন মুখ হার্দিক পাণ্ড্য। আট নম্বরে ব্যাট করার সঙ্গে পঞ্চম বোলার হিসেবেও দলের কাজে লাগবেন তিনি। তিন স্পিনারে খেললে প্রথম দলে জায়গা হতে পারে পাণ্ড্যর। কাণপুরের মতো পিচ হলে দুই স্পিনার ও দুই ফার্স্ট বোলারে খেলতে দেখা যাবে ভারতকে।

আন্তর্জাতিক ম্যাচ রাজকোটে প্রথম হলেও প্রথম শ্রেণির ম্যাচের হিসেব বলছে স্পিনাররাই এখানে বাজিমাত করবে। পিচে সামন্য সবুজও রয়েছে। বিরাট কোহালি বলেন, ‘‘আমাদের কাছে প্রতিযোগিতা মানেই জয়। এই টেস্ট সিরিজের সব ম্যাচ জেতাটাই লক্ষ্য। যার জন্য নিজের সেরাটা দিতে হবে। আর নিজের প্রতিনিয়ত উন্নতি করতে হবে।’’

স্টুয়ার্ট ব্রড বলেন, ‘‘আমরা এখানে এসেছি আন্ডারডগ হয়েই। তাতে কোনও সন্দেহ নেই। ভারত এক নম্বর দল। আর দারুণ ক্রিকেট খেলছে। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। আমাদের দলের অনেকেই এখানে খেলেনি আগে।’’

আরও খবর

পৈতৃক ভিটেয় ব্রিটিশদের হয়ে ব্যাট ধরবেন ভারতীয় হাসিব হামেদ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Test Series India England Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE