Advertisement
৩০ নভেম্বর ২০২৩
Sports News

সদস্য সমস্যায় পিছিয়ে গেল বিসিসিআই-এর সভা

পিছিয়ে গেল বিসিসিআই-এর বিশেষ সাধারণ সভা। আগামী বুধবার হবে এই সভা। রবিবারই নয়া দিল্লিতে এই মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু সূত্রের খবর সেই মিটিং বাতিল করা হয়েছে। যা খবর তাতে অযোগ্য সদস্য যাঁরা লোঢা প্যানেলের আইনের বিরুদ্ধে, তেমন কয়েকজন থাকায় বাতিল হয় এই সভা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৭ ১৬:৩৭
Share: Save:

পিছিয়ে গেল বিসিসিআই-এর বিশেষ সাধারণ সভা। আগামী বুধবার হবে এই সভা। রবিবারই নয়া দিল্লিতে এই মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু সূত্রের খবর সেই মিটিং বাতিল করা হয়েছে। যা খবর তাতে অযোগ্য সদস্য যাঁরা লোঢা প্যানেলের আইনের বিরুদ্ধে, তেমন কয়েকজন থাকায় বাতিল হয় এই সভা। বিসিসিআই-এর কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটররা এখন অপেক্ষা করছেন সুপ্রিম কোর্টের রায়ের। যা সোমবার আসার কথা। যেখানে এটা পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে বিশেষ সাধারণ শভায় সদস্য যোগ দেওয়ার মাপকাঠি কী।

আরও খবর: রাজধানীতে আজ সভা, শ্রীনির ডিনার

এদিনের সভার কারণ ছিল, এই মাসের শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের মিটিংয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কারা সেখানে প্রতিনিধিত্ব করবেন তা বেছে নেওয়া। বিসিসিআই-এর কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর এসজিএম-এ যোগ দেওয়ার জন্য বেশ কিছু নিয়ম তৈরি করেছে। এবং সেই নিয়ম মেনেই যাতে মিটিং হয় সেটাও লক্ষ্য রাখা হচ্ছে। এই সভায় তার ব্যাতিক্রম হচ্ছে দেখেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কমিটি। যাতে আদালত নির্দিষ্ট করে জানিয়ে দেয় সভা কারা থাকতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE