Advertisement
০৬ মে ২০২৪
Sports News

ক্রিকেটের স্বার্থেই খেলতে দেওয়া হোক বিহারকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহার বিসিসিআই-এর সম্পূর্ণ সদস্য সংস্থা ছিল না। যে কারণেই নিয়ম মেনে দেশের সর্বোচ্চ টুর্নামেন্টে খেলার সুযোগ পায়নি বিহার ক্রিকেট। ২০০০ থেকে খেলার সুযোগ পায়নি বিহার। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ক্রিকেটের স্বার্থেই তারা চাইছে বিহারকে ক্রিকেটের মূলস্রোতে ফিরিয়ে নেওয়া হোক।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৮ ১৬:২৭
Share: Save:

এ বার বিহার ক্রিকেটের পাশে দেশের সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বিসিসিআইকে নির্দেশ দেয়, যাতে বিহার রাজ্য ক্রিকেট দলকে দেশের প্রতিযোগিতাগুলোতে খেলতে দেওয়া হয়। সেই তালিকায় রয়েছে রঞ্জি ট্রফিসহ বাকি সব টুর্নামেন্টের কথাই বলা হয়েছে। আগামী মরসুম থেকেই যাতে বিহার খেলতে পারে সেই ব্যবস্থাই করতে বলা হয়েছে।

বিহার বিসিসিআই-এর সম্পূর্ণ সদস্য সংস্থা ছিল না। যে কারণেই নিয়ম মেনে দেশের সর্বোচ্চ টুর্নামেন্টে খেলার সুযোগ পায়নি বিহার ক্রিকেট। ২০০০ থেকে খেলার সুযোগ পায়নি বিহার। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ক্রিকেটের স্বার্থেই তারা চাইছে বিহারকে ক্রিকেটের মূলস্রোতে ফিরিয়ে নেওয়া হোক। কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স আগেই বিহারকে সম্পূর্ণ সদস্য পদ দিয়েছিল।

গত বছর নর্থ-ইস্ট ও বিহারকে জায়গা দিতে জুনিয়র ও মহিলা ক্রিকেটের সূচির পরিবর্তন করেছিল বিসিসিআই। ২০০১ থেকে বিহারের খেলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই সময় বিসিসিআই-এর প্রেসিডেন্ট ছিলেন জগমোহন ডালমিয়া। বিহারের সদস্যপদ কেড়ে নিয়ে ঝাড়খণ্ডকে সম্পূর্ণ সদস্য পদ দেওয়া হয়েছিল। যেহেতু সেই সময় ভাগ হয়ে গিয়েছিল দুই রাজ্য। এ বার আবার সুপ্রিম কোর্টের নির্দেশে ক্রিকেটের মূলস্রোতে ফিরতে চলেছে বিহার। যদিও বিসিসিআই-এর তরফে কোনও মন্তব্য এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন
বিসিসিআই-এর সর্বোচ্চ চুক্তি থেকে বাদ যেতে পারেন ধোনি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE