Advertisement
২০ এপ্রিল ২০২৪
Mahendra Singh Dhoni

Chennai Super Kings: ধোনিকে ছাড়া সিএসকে হয় না, ঘোষণা শ্রীনির

ধোনির নেতৃত্বে চতুর্থ বার আইপিএল জিতেছে সিএসকে। সেই ট্রফি নিয়ে চেন্নাইয়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন শ্রীনিবাসন।

মহেন্দ্র সিংহ ধোনি

মহেন্দ্র সিংহ ধোনি ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২১ ০৬:২৪
Share: Save:

চেন্নাই সুপার কিংসে ধোনির ভবিষ্যৎ নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢেলে দিলেন এন শ্রীনিবাসন। প্রাক্তন বোর্ড প্রধান এবং ব-কলমে চেন্নাই সুপার কিংসের সর্বময় প্রধান বলে দিলেন, ‘‘ধোনিকে ছাড়া সিএসকে হয় না। সিএসকে ছাড়া ধোনি হয় না।’’

ধোনির নেতৃত্বে চতুর্থ বার আইপিএল জিতেছে সিএসকে। সেই ট্রফি নিয়ে চেন্নাইয়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন শ্রীনিবাসন। সেখানেই সাংবাদিকদের বলেন, ‘‘ধোনি সিএসকের অবিচ্ছেদ্য অঙ্গ। ওকে ছাড়া সিএসকে হয় না।’’ তাঁর বক্তব্য থেকেই স্পষ্ট সামনের বারও প্রথম খেলোয়াড় হিসেবেই ধোনিকে নিজেদের দলে রেখে দিতে চান শ্রীনি। এখনও স্পষ্ট নয়, কত জন পুরনো ক্রিকেটারকে একটা দল ধরে রাখতে পারবে। দু’টো নতুন দলও আসছে, তাই তাদেরও দল গড়ার সুযোগ দিতে হবে।

ধোনি নিজে আইপিএল জিতে বলেছেন, ‘‘আমি থাকলাম কি না, সেটা বড় কথা নয়। দেখতে হবে, দলের যাতে ক্ষতি না হয়। এমন ক্রিকেটারদের ধরে রাখতে হবে, যারা আগামী দশ বছর সিএসকের কাজে আসতে পারে।’’ কিন্তু বরাবর ধোনির প্রতি স্নেহশীল শ্রীনিবাসন বুঝিয়েই দিলেন, ধোনিকে রেখেই তাঁরা আগামী বারেরও নকশা করছেন।

চেন্নাই থেকে কোনও ক্রিকেটার এই সিএসকে দলে নেই। তা নিয়ে সমালোচনা হচ্ছে। সেই প্রশ্ন করা হলে শ্রীনিবাসনের জবাব, ‘‘তামিলনাড়ু প্রিমিয়ার লিগ চালু করেছি আমরা। সেখান থেকে প্রচুর ক্রিকেটার উঠে এসে আইপিএল এবং ভারতের হয়ে খেলছে। আরও শক্তিশালী হবে টিএনপিএল।’’ চেন্নাই সুপার কিংস কি বিজয়োৎসব করবে না? শ্রীনিবাসন জানান, ভারতীয় দলের সঙ্গে এই মুহূর্তে মেন্টর হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে রয়েছেন ধোনি। সেখান থেকে ফিরে ট্রফি নিয়ে তামিলনাড়ু মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের সঙ্গে দেখা করবেন। এম এ চিদম্বরম স্টেডিয়ামে বিজয়োৎসবের অনুষ্ঠান করার কথা ভাবা হয়েছে।

এ দিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে জেতার পরে কে এল রাহুলের মুখেও শোনা গিয়েছে মেন্টর মাহির প্রশংসা। ধোনির উপস্থিতি ড্রেসিংরুমে শান্ত ভাব আনবে বলে মনে করছেন রাহুল। বলেছেন, ‘‘দারুণ লাগছে ধোনি ফিরে আসায়। আমরা ওর নেতৃত্বে অনেক খেলেছি। যখন ক্যাপ্টেন ছিল, তখনও আমরা ওকে মেন্টর হিসেবেই দেখেছি। ধোনির উপস্থিতি ড্রেসিংরুমকে শান্ত রাখবে।’’ যোগ করেন, ‘‘আমরা কেউ ভাবিওনি আইপিএল ফাইনাল ওর শেষ ম্যাচ হতে পারে।’’

ধোনি বরাবরই ‘ক্যাপ্টেন কুল’ হিসেবে পরিচিত। একটি অনুষ্ঠানে রাহুল বলেছেন, ‘‘যখন খেলত, ওকে ড্রেসিংরুমে পেয়ে আমরা উপকৃত হয়েছি। আমরা ওর শান্ত ভাবকে খুব পছন্দ করি। সব সময় ওর থেকে সাহায্য পেতে চেয়েছি। ওকে আবার আমাদের মধ্যে পাওয়াটা দারুণ ব্যাপার।’’ তাঁর নিজের অভিজ্ঞতা নিয়ে এর পর বলেন, ‘‘দারুণ দু’তিনটে দিন আমি ইতিমধ্যেই কাটিয়েছি ওর সঙ্গে। দারুণ মজাও হচ্ছে। ক্রিকেট, অধিনায়কত্ব, সব কিছু নিয়ে ওর মস্তিষ্ক চিবিয়ে খাওয়ার অপেক্ষায় আছি।’’ এখনও ধোনি দারুণ ফিট। তা নিয়ে ভারতীয় দলের ওপেনার বলছেন, ‘‘এখনও ফিটনেসে আমাদের যে কাউকে প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে পারে। এখন সব চেয়ে দূরে বল মারতে পারে, উইকেটের মাঝে দারুণ দৌড়তে পারে এবং ভীষণই শক্তিশালী।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE