ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসের প্রশংসায় উচ্ছ্বসিত ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। তাঁর মতে, বিশ্বক্রিকেটে এই মুহূর্তে অলরাউন্ড দক্ষতায় স্টোকসের ধারেকাছে কেউ নেই।
এক টিভি চ্যানেলের শোয়ে গম্ভীর সাফ বলেছেন, “ভারতের কেউ এখন স্টোকসের সঙ্গে তুলনায় আসার জায়গায় নেই। না, একেবারেই কেউ নেই। বেন স্টোকস নিজস্ব একটা জায়গা তৈরি করে নিয়েছে। টেস্টে ও যা করেছে, এক দিনের ক্রিকেটে ও যা করেছে, টি-টোয়েন্টিতে ও যা করেছে, তাতে ভারত কেন, বিশ্বক্রিকেটেই ওর কাছাকাছি পর্যন্ত কাউকে দেখছি না।”
ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে স্টোকসের দাপটেই জিতেছে ইংল্যান্ড। ব্যাট হাতে ২৫৪ করার পাশাপাশি তিনি নিয়েছেন তিন উইকেট। এখন আইসিসির টেস্ট অলরাউন্ডারের তালিকায় এক নম্বরে রয়েছেন স্টোকস।