একশো টাকারও কমে বিশ্বকাপ! ভবিষ্যতের লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের খেলা দেখার আকর্ষণ বাড়াতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে টিকিটের ন্যূনতম দাম একশো টাকারও কম রাখার সিদ্ধান্ত নিল ফিফা।
বৃহস্পতিবার সকালে যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শনের পর সাংবাদিক বৈঠকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ডিরেক্টর হাভিয়ার সেপ্পি বলেন, ‘‘ভারতে প্রথমবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আসর বসছে। দর্শকদের মাঠে টানতেই টিকিটের ন্যূনতম দাম একশো টাকারও কম রাখা হচ্ছে।’’
চব্বিশটি দলকে নিয়ে ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ছয়টি শহর— কলকাতা, দিল্লি, মুম্বই, গোয়া, কেরল ও গুয়াহাটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে। ইতিমধ্যেই মুম্বইয়ের ডি ওয়াই পাটিল এবং গোয়ায় ফতোরদা স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ। যুদ্ধকালীন তৎপরতায় চলছে যুবভারতী সাজিয়ে তোলার কাজ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তকে নিয়ে স্টেডিয়াম পরিদর্শনের পর উচ্ছ্বসিত সেপ্পি বললেন, ‘‘৩১ ডিসেম্বর যুবভারতী ফিফার হাতে তুলে দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের। সেটা না হলেও যেভাবে কাজ এগোচ্ছে তাতে আমরা খুশি।’’