আজ থেকে শুরু বাংলার সন্তোষ ট্রফির স্বপ্ন। বৃহস্পতিবার সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জন পর্বে বাংলার সামনে ছত্তীসগঢ়। বোকারোতে খেলা হবে ম্যাচ। এ দিন ম্যাচের আগে প্রায় দেড়ঘণ্টার অনুশীলন সারে বাংলা। উইং প্লের উপর জোর দেওয়া হয়। দলে চোটের সমস্যা নেই।
বাংলা দলের ম্যানেজার লাল্টু দাশের মতে, বোকারতে মাঠের অবস্থাও বেশ ভাল। ঠান্ডা একটু আছে। মাঠ শক্ত আছে। তাই জল ঢেলে মাঠ নরম করার চেষ্টা চলছে। গত কয়েক বছর ভাল না পাওয়ায় ফুটবলাররাও এ বার তেতে আছেন। ছত্তীসগঢ়ের সম্বন্ধে খুব বেশি তথ্য না থাকলেও বিপক্ষকে সমীহ করছে বাংলা।