টি-টোয়েন্টি সিরিজ় জিতেছিল ভারত। এ বার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা। এক দিনের সিরিজ়ে ভারতের হয়ে রোহিত শর্মা, বিরাট কোহলিদের খেলতে দেখা যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসাবে এই সিরিজ়কে দেখছে দুই দলই। পঞ্জাবের বিরুদ্ধে মোহনবাগানের পারফরম্যান্সের কাটাছেঁড়া। আইএসএলে আজ মুখোমুখি গোয়া এবং ওড়িশা। শুরু হবে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট।
ভারত বনাম ইংল্যান্ড তিন ম্যাচের এক দিনের সিরিজ় শুরু
ভারত-ইংল্যান্ডের তিন ম্যাচের এক দিনের সিরিজ় শুরু হচ্ছে আজ থেকে। নাগপুরে মুখোমুখি হবে দুই দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ সিরিজ় খেলতে নামছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ় খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নেবে ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলিরা খেলবেন এই ম্যাচে। জসপ্রীত বুমরাহ এখনও সুস্থ নন। তাঁর জায়গায় বরুণ চক্রবর্তীকে দলে নিয়েছে ভারত। ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের এক দিনের সিরিজ় দেখা যাবে স্পোর্টস ১৮ এবং স্টার স্পোর্টসে। হটস্টারেও দেখা যাবে খেলা। ম্যাচ শুরু দুপুর ১.৩০ থেকে।
আইএসএলে ২০ নম্বর ম্যাচ খেলল মোহনবাগান, কেমন হল পঞ্জাবের বিরুদ্ধে পারফরম্যান্স?

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আইএসএলে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে মোহনবাগান। লিগ চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার তারাই। বাকিদের চেয়ে বেশ কিছুটা এগিয়ে মোহনবাগান। সবুজ-মেরুনের সব খবরের দিকে নজর থাকবে।
গোয়ার পয়েন্ট নষ্ট করে বাগানের সুবিধা করে দিতে পারবে ওড়িশা?
আইএসএলে আজ মুখোমুখি গোয়া এবং ওড়িশা। লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে গোয়া। ১৮ ম্যাচে ৩৩ পয়েন্ট পেয়েছে তারা। ওড়িশা ১৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে। আইএসএলে প্রথম ছ’টি দল নক আউট খেলার সুযোগ পায়। ওড়িশা জিতলে ষষ্ঠ স্থানে থাকা মুম্বই সিটির সঙ্গে সমান পয়েন্ট হবে। গোয়া জিতলে দ্বিতীয় স্থানে উঠে আসবে। মোহনবাগান সমর্থকেরা তাই চাইবেন ওড়িশা জিতে গোয়াকে তিন নম্বরে আটকে রাখুক। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।
কোপা দেল রে-তে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার খেলা
স্প্যানিশ ফুটবলে শুক্রবার রাতে দু’টি ম্যাচ। কোপা দেল রে-র কোয়ার্টার ফাইনালে রাত ১২টা থেকে খেলবে রিয়াল সোসিদাদ এবং ওসাসুনা। রাত ২টো থেকে খেলবে ভ্যালেন্সিয়া এবং বার্সেলোনা। ভারতে এই ম্যাচ দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।
শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা
প্রথম টেস্টে সহজেই জিতেছিল অস্ট্রেলিয়া। আজ থেকে শুরু দ্বিতীয় টেস্ট। স্টিভ স্মিথের নেতৃত্বে ইনিংস এবং ২৪২ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্ট শ্রীলঙ্কার গলে। সকাল ১০টা থেকে শুরু ম্যাচ। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে।