আইএসএলে কাল খেলবে মোহনবাগান। বিপক্ষে কেরালা ব্লাস্টার্স। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে মোহনবাগান শীর্ষে। তাদের লিগ-শিল্ড জিততে হলে বাকি চারটি ম্যাচের দু’টিতে জিতলেই হবে। শনিবার কি লিগ-শিল্ড জেতার দিকে এক পা বাড়িয়ে রাখতে পারবেন দিমিত্রি পেত্রাতোস-লিস্টন কোলাসোরা?
আজ রয়েছে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ়ের ফাইনাল। মুখোমুখি পাকিস্তান ও নিউ জ়িল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুই দলের এটিই শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। এ ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা এক দিনের ম্যাচ, আইএসএলের ম্যাচ এবং ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির খেলা।
আইএসএলে কেরলের বিরুদ্ধে নামার আগে মোহনবাগানের খবর
আইএসএলে কাল রয়েছে মোহনবাগানের খেলা। অ্যাওয়ে ম্যাচে লিস্টন কোলাসো-দিমিত্রি পেত্রাতোসদের বিপক্ষে কেরালা ব্লাস্টার্স। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে মোহনবাগান শীর্ষে। তাদের লিগ-শিল্ড জিততে হলে বাকি চারটি ম্যাচের দু’টিতে জিতলেই হবে। শনিবারের ম্যাচের আগে মোহনবাগানের সব খবর।
ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ়ের ফাইনালে পাকিস্তান বনাম নিউ জ়িল্যান্ড লড়াই

আজ ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ়ের ফাইনাল। মুখোমুখি পাকিস্তান ও নিউ জ়িল্যান্ড। দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানকে হারিয়ে নিউ জ়িল্যান্ড ফাইনালে উঠেছে। পাকিস্তান বুধবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুই দলের এটিই শেষ আন্তর্জাতিক ম্যাচ। করাচিতে ফাইনাল। খেলা শুরু ভারতীয় সময় দুপুর ২:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া দুই ম্যাচের সিরিজ়ের শেষ ম্যাচ
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তৈরি হচ্ছে অস্ট্রেলিয়াও। চোটের জন্য খুবই খারাপ অবস্থা অস্ট্রেলিয়ার। বিশেষ করে জোরে বোলিং। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হেজ়লউড চোটের জন্য নেই। ছিটকে গিয়েছেন মিচেল মার্শ, মার্কাস স্টোইনিসও। শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচে ৪৯ রানে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে। দুই ম্যাচের সিরিজ়ে আজ শেষ ম্যাচ। খেলা শুরু সকাল ১০টায়। খেলা দেখা যাবে সোনি লিভ অ্যাপে।
আইএসএলে হায়দরাবাদ জিতলে ১২য় নেমে যাবে ইস্টবেঙ্গল
আইএসএলে আজ ওড়িশা-হায়দরাবাদ ম্যাচ। এই ম্যাচে ওড়িশা জিতলে প্রথম ছয়ে ঢুকে প্লে-অফের লড়াইয়ে চলে আসবে। হায়দরাবাদ জিতলে ইস্টবেঙ্গলকে টপকে ১১ নম্বরে চলে আসবে। তবে ইস্টবেঙ্গলের থেকে একটি ম্যাচ বেশি খেলবে হায়দরাবাদ। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির খেলা, বিপক্ষে রয়েছে ব্রাইটন
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ একটিই খেলা। লড়াই চেলসি ও ব্রাইটনের। ২৪ ম্যাচে ৪৩ পয়েন্টে রয়েছে চেলসি। তারা চতুর্থ স্থানে রয়েছে। এই ম্যাচে জিতলেও তারা চতুর্থ স্থানেই থাকবে। ব্রাইটনের ২৪ ম্যাচে ৩৪ পয়েন্ট। খেলা শুরু রাত ১:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।