ক্রিকেটপ্রেমীদের জন্য আজ আবার অপেক্ষা করে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। এশিয়া কাপে আজ প্রথম দিনই লড়াই এই দুই দলের। সন্ধ্যায় এই ম্যাচ শুরু। ক্রিকেটের পাশাপাশি ফুটবলও যদি কেউ ভালবাসেন, তাঁদের জন্য রয়েছে ইস্টবেঙ্গলের ম্যাচ। কলকাতা লিগে ভাল ফর্মে রয়েছে লাল-হলুদ। ইস্টবেঙ্গের খেলা দুপুরে।
ভারত বনাম পাকিস্তান
ক্রিকেট মাঠে আজ আবার ভারত-পাকিস্তান লড়াই। আজ থেকে শুরু হচ্ছে মহিলাদের এশিয়া কাপ। প্রথম দিনই নামছে ভারত। প্রথম দিনই ভারতের সামনে পাকিস্তান। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা গত বারের চ্যাম্পিয়ন। দলে রয়েছেন জেমাইমা রডরিগেজ, দীপ্তি শর্মার মতো তারকা। বাংলার রিচা ঘোষও আছেন। এ বারও ভারতই ফেবারিট হিসাবে শুরু করছে। খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। তার আগে রয়েছে নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহির খেলা। এই ম্যাচ শুরু দুপুর ২টো থেকে। টেলিভিশনে খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে। মোবাইলে সম্প্রচার হবে হটস্টার অ্যাপে।
জয়ে ফিরবে ইস্টবেঙ্গল?
গ্রাফিক: সনৎ সিংহ।
কলকাতা ফুটবল লিগে আজ আবার নামছে ইস্টবেঙ্গল। তিন দিনের ব্যবধানে নামছে লাল-হলুদ। আজ ইস্টবেঙ্গলকে খেলতে হবে পুলিশ এসি-র সঙ্গে। হীরা মণ্ডল, সায়ন বন্দ্যোপাধ্যায়দের এই ম্যাচ আসলে ছিল ২৬ জুলাই। কিন্তু আইএফএ এই ম্যাচ এগিয়ে এনেছে এক সপ্তাহ। ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরু বিকাল ৩টে থেকে। খেলা দেখা যাবে জি ২৪ ঘণ্টা চ্যানেলে। আজ কলকাতা লিগে রয়েছে আরও দু’টি ম্যাচ। খেলবে সুরুচি সঙ্ঘ ও বিএসএস স্পোর্টিং। এই দু’টি খেলাও শুরু হবে বিকাল ৩টে থেকে।
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট
গত কাল থেকে শুরু হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট। বেন স্টোকসের ইংল্যান্ড প্রথম টেস্টে ইনিংস ও ১১৪ রানে জিতে তিন টেস্টের সিরিজে এগিয়ে রয়েছেন। ক্রেগ ব্রাথওয়েট, জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজের সামনে সিরিজ বাঁচানোর ম্যাচ এটি। দ্বিতীয় দিনের খেলা শুরু বিকাল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।