আগামী আইপিএলে জয়পুরে খেলবে না রাজস্থান রয়্যালস। রাজস্থানের কোনও স্টেডিয়ামকেই বেছে নেননি আইপিএলের দলটির কর্তৃপক্ষ। যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশীদের ঘরের মাঠ হতে পারে পুণের এমসিএ স্টেডিয়াম।
২০০৮ সাল থেকে জয়পুরই ছিল রাজস্থান রয়্যালসের ঘরের মাঠ। ১৬ বছর পর রাজ্য ছাড়ছে আইপিএলের প্রথম বারের চ্যাম্পিয়নেরা। আগামী আইপিএলে রাজস্থান ঘরের ম্যাচগুলি খেলবে দু’টি স্টেডিয়ামে। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) স্টেডিয়ামেই অধিকাংশ ম্যাচ খেলতে পারে তারা। দু’টি ম্যাচ খেলতে পারে গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে। গত কয়েক বছরের মতো এ বারও গুয়াহাটিতে কয়েকটি ম্যাচ খেলবে রাজস্থান।
গত দু’বছর ধরে প্রশাসনিক ডামাডোল চলছে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনে (আরসিএ)। নির্বাচিত কোনও কমিটির হাতে পরিচালন ক্ষমতা নেই। সংস্থার দায়িত্বে রয়েছে রাজ্য সরকারের তৈরি করে দেওয়া অ্যাড হক কমিটি। এই কমিটি নিয়ে আপত্তি রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। গত এক বছর ধরে রাজস্থানের ক্রিকেট কর্তাদের নির্বাচন করে নতুন কমিটি তৈরির কথা বলছেন বোর্ড কর্তারা। আরসিএ-কে একাধিক বার সতর্ক করার পরও সমস্যার সমাধান হয়নি। রাজ্য সরকারের করে দেওয়া অ্যাড হক কমিটির মাথায় রয়েছেন দীনদয়াল কুমাওয়াত। নির্বাচন করানোর দায়িত্ব মূলত তাঁর। এখনও নির্বাচন না হওয়ায় আরসিএ-কে আইপিএলের কোনও ম্যাচ আয়োজনের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। নিলামের দিন আবু ধাবিতে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ সিংহ ধুমল।
আরও পড়ুন:
রাজস্থানের ঘরের মাঠগুলি কোথায় হবে, তা এখনও চূড়ান্ত নয়। এমসিএ কর্তারা ম্যাচগুলি পেতে আগ্রহী। তাঁরা বিসিসিআই এবং রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছেন। জানা গিয়েছে, মূল ঘরের মাঠ হিসাবে পুণের এমসিএ স্টেডিয়ামকে বেছে নিতে পারেন রাজস্থানের কর্তারা। কারণ আইপিএলের ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা রয়েছে পুণের কর্তাদের। আইপিএলের প্রাক্তন দল রাইজিং পুণে সুপার জায়ান্টসের ঘরের মাঠ ছিল এমসিএ স্টেডিয়াম। ২০২২ সালে কোভিডের সময়ও পুণেতে আইপিএলের বেশ কিছু ম্যাচ হয়েছিল। তবে গত তিন বছর এমসিএ স্টেডিয়ামে আইপিএলের কোনও খেলা হয়নি।